রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো ছাড় দেয়া হবে না। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রিয়াবকভ একথা বলেন। রিয়াবকভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি পরিকল্পনা নিয়ে জনসম্মুখে আলোচনার বিরোধী রাশিয়া। কারণ মস্কো মনে করে, এই ধরনের আলোচনা শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
তিনি বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষাপটসহ মূল সমস্যা সমাধানের জন্য রাশিয়ার দেয়া মূল শর্তগুলোতে কোনো আপস করা হবে না।
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের ফলাফলের প্রতি মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে যোগাযোগ সম্পর্কে জানতে চাইলে রিয়াবকভ বলেন, প্রয়োজন হলে দ্রুত বৈঠকের আয়োজন করা যেতে পারে।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া পরিকল্পনাকে গুরুত্বসহকারে দেখছে রাশিয়া। তবে মস্কো কিয়েভকে কোনো বড় ছাড় দেবে না।
যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন বর্তমানে মস্কো এবং কিয়েভ উভয়ের সঙ্গে একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করে।
আরএ


হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ৩৬ নিখোঁজ ২৭৯