আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ ইংল্যান্ডের সাসেক্সে একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব সাসেক্সের পিসহ্যাভেনের ফিলিস অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। একে মুসলিমবিদ্বেষমূলক অপরাধ হিসেবে ধরা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
এক বিবৃতিতে সাসেক্স পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত না হলেও মসজিদের মূল প্রবেশপথ এবং বাইরে পার্কিংয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত ১০টার কিছু আগে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে অগ্নিনির্বাপণকর্মীদের ডাকা হয়।
সাসেক্স পুলিশ কালো পোশাক পরা দুই মুখোশধারী ব্যক্তির ছবিও শেয়ার করেছে এবং তাদের শনাক্ত করার জন্য জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদন অনুসারে, একজন স্বেচ্ছাসেবক মসজিদ ব্যবস্থাপকের বরাত দিয়ে বলা হয়েছেÑকালো পোশাক পরা দুই মুখোশধারী ব্যক্তি মসজিদের দরজা জোর করে খোলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা সিঁড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় ভবনের ভেতরে দুই ব্যক্তি অবস্থান করছিলেন। সৌভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে যান।
মসজিদের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘মর্মান্তিক’ এ হামলায় মুসলিম সম্প্রদায় ‘গভীরভাবে দুঃখিত’। যদিও এ ঘটনায় মসজিদ ভবন এবং যানবাহনের ক্ষতি করেছে; কিন্তু কেউ হতাহত হননি।
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ক্যারি বোহানা বলেন, এই হামলা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাইটন অ্যান্ড হোভ মুসলিম ফোরামের চেয়ারম্যান তারিক জং ম্যানচেস্টার ও পিসহ্যাভেন ঘটনার নিন্দা জানিয়েছেন।
দক্ষিণ ইংল্যান্ডের সাসেক্সে একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব সাসেক্সের পিসহ্যাভেনের ফিলিস অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। একে মুসলিমবিদ্বেষমূলক অপরাধ হিসেবে ধরা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
এক বিবৃতিতে সাসেক্স পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত না হলেও মসজিদের মূল প্রবেশপথ এবং বাইরে পার্কিংয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত ১০টার কিছু আগে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে অগ্নিনির্বাপণকর্মীদের ডাকা হয়।
সাসেক্স পুলিশ কালো পোশাক পরা দুই মুখোশধারী ব্যক্তির ছবিও শেয়ার করেছে এবং তাদের শনাক্ত করার জন্য জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদন অনুসারে, একজন স্বেচ্ছাসেবক মসজিদ ব্যবস্থাপকের বরাত দিয়ে বলা হয়েছেÑকালো পোশাক পরা দুই মুখোশধারী ব্যক্তি মসজিদের দরজা জোর করে খোলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা সিঁড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় ভবনের ভেতরে দুই ব্যক্তি অবস্থান করছিলেন। সৌভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে যান।
মসজিদের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘মর্মান্তিক’ এ হামলায় মুসলিম সম্প্রদায় ‘গভীরভাবে দুঃখিত’। যদিও এ ঘটনায় মসজিদ ভবন এবং যানবাহনের ক্ষতি করেছে; কিন্তু কেউ হতাহত হননি।
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ক্যারি বোহানা বলেন, এই হামলা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাইটন অ্যান্ড হোভ মুসলিম ফোরামের চেয়ারম্যান তারিক জং ম্যানচেস্টার ও পিসহ্যাভেন ঘটনার নিন্দা জানিয়েছেন।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৬ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে