আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় স্ট্যাবিলাইজেশন ফোর্সকে এক পাক্ষিক না হওয়ার আহ্বান কাতারের

আমার দেশ অনলাইন

গাজায় স্ট্যাবিলাইজেশন ফোর্সকে এক পাক্ষিক না হওয়ার আহ্বান কাতারের
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় মোতায়েনের প্রস্তাবিত কোনো স্ট্যাবিলাইজেশন ফোর্স (স্থিতিশীলতা বাহিনী) যেন এক পক্ষকে রক্ষা করে অন্য পক্ষের ক্ষতি না করে।

বিজ্ঞাপন

বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠকের পর কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শেখ মোহাম্মদ জানান, গাজায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কাতার উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক করেছে যে এ ধরনের লঙ্ঘন মধ্যস্থতাকারীদের ‘বিব্রতকর অবস্থায়’ ফেলছে।

তিনি বলেন, “আমরা গাজায় এমন কোনো স্থিতিশীলতা বাহিনী চাই না, যা এক পক্ষকে রক্ষা করবে আরেক পক্ষের বিনিময়ে।”

কাতারের প্রধানমন্ত্রী জানান, গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে পৌঁছাতে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে “প্রচেষ্টা দ্বিগুণ করার” বিষয়ে একমত হয়েছেন। তিনি বলেন, পরবর্তী ধাপে রূপান্তরের জন্য একটি স্পষ্ট কাঠামো তৈরিতে মধ্যস্থতাকারীদের মধ্যে একটি বৈঠকের প্রস্তুতি চলছে।

শেখ মোহাম্মদ আরও বলেন, কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনায় গাজার মানবিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি পুনরায় গাজায় “নির্বিঘ্ন ও শর্তহীনভাবে” মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, “গাজায় বর্তমান পরিস্থিতি প্রতিদিনই এই চুক্তিকে ঝুঁকির মধ্যে ফেলছে। চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকলে পুরো যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে।’’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন