আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা ‘অত্যন্ত জরুরি’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা ‘অত্যন্ত জরুরি’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, চীন ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক আরও উন্নত করা ‘অত্যন্ত জরুরি’। বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বৈঠকে স্টারমার বলেন, “চীন বৈশ্বিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাই আমাদের জন্য এমন একটি পরিণত ও বাস্তবসম্মত সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি, যেখানে সহযোগিতার সুযোগগুলো চিহ্নিত করা যাবে এবং একই সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিয়েও অর্থবহ সংলাপ সম্ভব হবে।”

বিশ্লেষকদের মতে, এ বৈঠক যুক্তরাজ্য ও চীনের কূটনৈতিক সম্পর্ক নতুন করে সক্রিয় করার একটি সংকেত। বিশেষ করে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন