আমার দেশ অনলাইন
ইউরোপের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে তিনজন মারা গেছেন। দাবানাল ছড়িয়ে পড়ায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। স্বাক্ষ্য ঝুঁকি বিবেচনায় ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং বলকান অঞ্চলের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।
স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেভিল এবং কর্ডোবায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। অন্যদিকে দক্ষিণ পর্তুগালে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
স্পেনে মাদ্রিদের কাছে ত্রেস ক্যান্তোসে এক অশ্বারোহী কেন্দ্রের কর্মচারী গুরুতর দগ্ধ হয়ে মারা গেছেন। ঝড়ো বাতাসে দাবানলের আগুন ঘরের কাছে চলে আসে। এরফলে আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শত শত মানুষ।
স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আগুন নেভাতে অক্লান্ত পরিশ্রম করছেন দমকলকর্মীরা। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা দাবানলের চরম ঝুঁকিতে আছি। দয়া করে খুব সতর্ক থাকুন।’
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাস্তিল এবং লিওন থেকে প্রায় চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩০ টির বেশি আগুন লাগার খবর পাওয়া গেছে। দাবানলের কারণে হুমকির মুখে রয়েছে প্রাচীন সোনার খনির জন্য বিখ্যাত ইউনেস্কো-তালিকাভুক্ত লাস মেডুলাস।
আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্র তারিফার কাছে হোটেল এবং বাড়ি থেকে আরো দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনের জাতীয় সামরিক জরুরি ইউনিট মঙ্গলবার সকালে জানিয়েছে, সারাদেশে দাবানল নিয়ন্ত্রণে প্রায় এক হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
প্রতিবেশী পর্তুগালে দমকলকর্মীরা তিনটি বড় আকারের দাবানলের বিরুদ্ধে লড়াই করেছেন।
রয়টার্স জানিয়েছে, পর্তুগিজ পানি ছিটানোর বিমান বিধ্বস্ত হওয়ার পর মরক্কো দুটি বিমান পাঠিয়েছে। সোমবার ইতালিতে হিটস্ট্রোকে এক শিশুর মৃত্যু হয়েছে। সেখানে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। রোম, মিলান এবং ফ্লোরেন্সসহ কমপক্ষে ১০টি ইতালীয় শহরে ‘লাল তাপ সতর্কতা’ জারি করা হয়েছে।
ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ অঞ্চলে তাপ সতর্কতা জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রোন ভ্যালিতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৫০টির বেশি দাবানলের সঙ্গে লড়াই করছে গ্রিস। দাবানল তীব্র বাতাসের কারণে আরো ভয়াবহ হয়ে উঠেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত পাঁচ হাজার দমকলকর্মী।
তুরস্কে বেশ কয়েকটি বড় আগুন নিয়ন্ত্রণে এসেছে। মন্টিনিগ্রোতে রাজধানী পডগোরিকার কাছে আগুন নেভানোর সময় তাদের পানির ট্যাঙ্কার উল্টে গেলে একজন সেনা মারা যায় এবং আরেকজন আহত হয়।
এছাড়া, সোমবার আলবেনিয়ার দাবানলের কারণে অনেক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। অন্যদিকে ক্রোয়েশিয়ার স্প্লিটে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লেও মঙ্গলবার তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
যুক্তরাজ্যের তীব্র তাপপ্রবাহ চলছে; সেখানে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, বৈশ্বিক উষ্ণায়ন ভূমধ্যসাগরীয় এলাকায় গ্রীষ্মকাল আরো বেশি উষ্ণ এবং শুষ্ক করে তুলছে।
আরএ
ইউরোপের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে তিনজন মারা গেছেন। দাবানাল ছড়িয়ে পড়ায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। স্বাক্ষ্য ঝুঁকি বিবেচনায় ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং বলকান অঞ্চলের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।
স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেভিল এবং কর্ডোবায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। অন্যদিকে দক্ষিণ পর্তুগালে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
স্পেনে মাদ্রিদের কাছে ত্রেস ক্যান্তোসে এক অশ্বারোহী কেন্দ্রের কর্মচারী গুরুতর দগ্ধ হয়ে মারা গেছেন। ঝড়ো বাতাসে দাবানলের আগুন ঘরের কাছে চলে আসে। এরফলে আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শত শত মানুষ।
স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আগুন নেভাতে অক্লান্ত পরিশ্রম করছেন দমকলকর্মীরা। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা দাবানলের চরম ঝুঁকিতে আছি। দয়া করে খুব সতর্ক থাকুন।’
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাস্তিল এবং লিওন থেকে প্রায় চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩০ টির বেশি আগুন লাগার খবর পাওয়া গেছে। দাবানলের কারণে হুমকির মুখে রয়েছে প্রাচীন সোনার খনির জন্য বিখ্যাত ইউনেস্কো-তালিকাভুক্ত লাস মেডুলাস।
আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্র তারিফার কাছে হোটেল এবং বাড়ি থেকে আরো দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনের জাতীয় সামরিক জরুরি ইউনিট মঙ্গলবার সকালে জানিয়েছে, সারাদেশে দাবানল নিয়ন্ত্রণে প্রায় এক হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
প্রতিবেশী পর্তুগালে দমকলকর্মীরা তিনটি বড় আকারের দাবানলের বিরুদ্ধে লড়াই করেছেন।
রয়টার্স জানিয়েছে, পর্তুগিজ পানি ছিটানোর বিমান বিধ্বস্ত হওয়ার পর মরক্কো দুটি বিমান পাঠিয়েছে। সোমবার ইতালিতে হিটস্ট্রোকে এক শিশুর মৃত্যু হয়েছে। সেখানে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। রোম, মিলান এবং ফ্লোরেন্সসহ কমপক্ষে ১০টি ইতালীয় শহরে ‘লাল তাপ সতর্কতা’ জারি করা হয়েছে।
ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ অঞ্চলে তাপ সতর্কতা জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রোন ভ্যালিতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৫০টির বেশি দাবানলের সঙ্গে লড়াই করছে গ্রিস। দাবানল তীব্র বাতাসের কারণে আরো ভয়াবহ হয়ে উঠেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত পাঁচ হাজার দমকলকর্মী।
তুরস্কে বেশ কয়েকটি বড় আগুন নিয়ন্ত্রণে এসেছে। মন্টিনিগ্রোতে রাজধানী পডগোরিকার কাছে আগুন নেভানোর সময় তাদের পানির ট্যাঙ্কার উল্টে গেলে একজন সেনা মারা যায় এবং আরেকজন আহত হয়।
এছাড়া, সোমবার আলবেনিয়ার দাবানলের কারণে অনেক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। অন্যদিকে ক্রোয়েশিয়ার স্প্লিটে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লেও মঙ্গলবার তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
যুক্তরাজ্যের তীব্র তাপপ্রবাহ চলছে; সেখানে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, বৈশ্বিক উষ্ণায়ন ভূমধ্যসাগরীয় এলাকায় গ্রীষ্মকাল আরো বেশি উষ্ণ এবং শুষ্ক করে তুলছে।
আরএ
ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ থেকে ১৬ শতাংশে নামিয়ে আনতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬ মিনিট আগেদুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
৩২ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে