ট্রাম্প শনিবার বলেন যে মাদুরোর গ্রেফতারের পর অন্তর্বর্তীকালীন সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলার সরকারের তত্ত্বাবধান করবে। ট্রাম্পের এমন বক্তব্যের স্পষ্টতা চেয়েছে ব্রিটেন।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন যে ওয়াশিংটন ভেনেজুয়েলা সরকার ‘চালিয়ে’ নেবে, তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন তা স্পষ্ট নয়।
স্কাই নিউজের সাথে কথা বলার সময়, ব্রিটেনের ট্রেজারির প্রধান সচিব ড্যারেন জোন্সকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন ট্রাম্পের এমন মন্তব্য উপনিবেশবাদের সমতুল্য কিনা।
জোন্স বলেন যে ব্রিটেন ‘উপনিবেশবাদের পক্ষে নয়’ তবে তিনি আরো যোগ করেছেন ব্রিটেন সরকার এখনো সম্পূর্ণ স্পষ্ট নয় যে প্রেসিন্টে ট্রাম্প এই মন্তব্যগুলোর দ্বারা কী বোঝাতে চেয়েছিলেন।
তিনি এসময় জোর দিয়েছিলেন যে ‘ভেনিজুয়েলার সরকারের ভবিষ্যত’ নির্ধারণ করা তৃতীয় কোনও দেশের কাজ নয়।
তিনি মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন, বলেছেন যে এটি আন্তর্জাতিক আদালতের বিষয়।
এর আগে, ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ‘আমরা যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গতভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারছি ততক্ষণ পর্যন্ত দেশ পরিচালনা করব। এসময় প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ মন্ত্রিসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভেনেজুয়েলায় অভিযান মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প