রাশিয়ার সহযোগিতায় যাত্রীবাহী বিমান তৈরি করবে ভারত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২১: ২৬

ভারত ও রাশিয়ার দুটি কোম্পানি ভারতে যাত্রীবাহী বিমান তৈরির জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

সমঝোতা অনুযায়ী, কোম্পানি দুটি যৌথভাবে ভারতে এসজে-১০০ যাত্রীবাহী বিমান তৈরি করবে।

বিজ্ঞাপন

কোম্পানি দুটি হলো: হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড ও ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন।

ভারতীয় কোম্পানি তাদের বিবৃতিতে বলেছে, এসজে-১০০ বিমান দুই ইঞ্জিনের ছোট এয়ারক্রাফট। এ পর্যন্ত এ ধরনের দুশোর মতো বিমান তৈরি হয়েছে এবং ১৬টির বেশি এয়ারলাইন তা ব্যবহার করছে।

হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের ভাষ্য অনুযায়ী, এই প্রথম ভারতে যাত্রীবাহী বিমান তৈরি হতে যাচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত