গাজা যুদ্ধবিরতির মধ্যে আবারো ইসরাইলি হামলা, নিহত ৩

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৭: ৫৮

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও থামেনি দখলদার ইসরাইলের সহিংসতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে পশ্চিম তীরের জেনিনের কাফর কুদ গ্রামে ইসরাইলি বিমান বাহিনীর হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি বাহিনীর দাবি, নিহতরা ওই এলাকায় হামলার পরিকল্পনা করছিল যদিও এর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, বাহিনী উত্তর পশ্চিম তীরের জেনিন, তুলকার্ম ও নুর শামসসহ বিভিন্ন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইলি সেনারা ভোর থেকে গ্রামটিতে অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে ফেলে। এরপর শুরু হয় তীব্র গোলাগুলি ও আকাশ থেকে বোমাবর্ষণ। সেনারা ঘটনাস্থল থেকে অন্তত দুটি লাশ জব্দ করেছে বলে জানা গেছে।

হামাস ও ইসলামিক জিহাদ এই বিমান হামলার নিন্দা জানিয়ে, একে “বিপজ্জনক বৃদ্ধি” বলে অভিহিত ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে নিহতদের মধ্যে অন্তত ২১৩ জন শিশু, ২০ জন নারী এবং ৭ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত