সমাধান ছাড়াই শেষ ইস্তাম্বুলে পাক-আফগান শান্তি আলোচনা, কারণ কী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৮: ৫৬

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নিরসনে ইস্তাম্বুল আয়োজিত শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। বিষয়টির সঙ্গে জড়িত একাধিক সূত্র জানিয়েছে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক ফলপ্রসূ হয়নি, বরং ব্যর্থতার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে সীমান্তে সংঘর্ষ বেড়েছে দেশ দুটির মধ্যে, বিশেষত চলতি বছর অক্টোবরে প্রাণঘাতী সংঘর্ষের পর এই আলোচনা ছিল স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা।

রয়টার্সের কাছে পাকিস্তান সূত্র জানিয়েছে, আফগান ভূখণ্ডে অবস্থান করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে পাকিস্তানি তালেবান (টিটিপি), তাই আফগান সরকারকে টিটিপির নিয়ন্ত্রণে নিতে হবে। তবে আফগান সূত্র দাবি করেছে, টিটিপির ওপর তাদের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই। এই মতবিরোধ ঘিরেই আলোচনায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে যায়।

রয়টার্স জানিয়েয়ে, প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।

এর আগে, অক্টোবরে পাকিস্তানি বিমান হামলার পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। যদিও ওই হামলায় আফগানিস্তানে অবস্থানরত টিটিপি নেতাদের লক্ষ্যবস্তু করা হয়, তবে তাতে কাবুলের সাধারণ জনগণও এতে আক্রান্ত হয়, যার জবাবে তালেবানরা পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা হামলা চালায়। ফলে সীমান্তজুড়ে সহিংসতা বাড়তে থাকে।

বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার ব্যর্থতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত