গাজায় আটক জিম্মিরা কবে মুক্তি পাবে, জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০: ৪৭

গাজায় আটক সব জিম্মি, এমনকি মৃতদের দেহও সোমবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তির জন্য অনেক কিছুই ঘটছে। আমরা মনে করছি, তারা সবাই সোমবার ফিরে আসবে। এর মধ্যে মৃতদের দেহও অন্তর্ভুক্ত থাকবে।

রিপাবলিকান এই প্রেসিডেন্ট জানান, এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরাইল তাদের সেনা নির্দিষ্ট সীমারেখার পেছনে সরিয়ে নেবে, যা মিসরে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে। এই চুক্তি শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির ঢেউ তুলতে পারে, এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানও এতে ভূমিকা রাখতে পারে।

ট্রাম্প বলেন, এটা শুধু গাজা নিয়ে নয়, এটা মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে। আমি বিশ্বাস করি, ইরানও এই পুরো শান্তি প্রক্রিয়ার অংশ হবে। বিশ্ব এই চুক্তির পেছনে এক হয়েছে। এটি ইসরাইলের জন্য দারুণ, মুসলমানদের ও আরব দেশগুলোর জন্য দারুণ এবং আমাদের দেশ— যুক্তরাষ্ট্রের জন্যও দারুণ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত