২০২৫ সালে বিশ্বজুড়ে কয়লার ব্যবহার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বুধবার প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আইইএ জানায়, চলতি বছরে বৈশ্বিক কয়লার চাহিদা ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৮ দশমিক ৮৫ বিলিয়ন টনে পৌঁছাতে পারে, যা সর্বোচ্চ রেকর্ড। প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প খাতকে চাঙ্গা করতে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিগত সিদ্ধান্তগুলো এই প্রবৃদ্ধির একটি বড় কারণ। খবর এএফপির।
তবে সংস্থাটি মনে করছে, বিকল্প জ্বালানি উৎপাদন বাড়তে থাকায় দশকের শেষ দিকে কয়লার চাহিদা ধীরে ধীরে কমতে শুরু করবে।
বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণে, বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের কারণে, চীন ও ভারত বৈশ্বিক কয়লা ব্যবহারের প্রধান চালিকাশক্তি হিসেবে থাকছে। যদিও চীনে কয়লার ব্যবহার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে, ভারতে সাম্প্রতিক সময়ে এর চাহিদা কিছুটা কমেছে।
আইইএ আরও জানায়, কয়লা মানবসৃষ্ট কার্বন ডাই অক্সাইড নিঃসরণের প্রধান উৎস এবং বৈশ্বিক উষ্ণায়নে বড় ভূমিকা রাখছে। সংস্থাটি আশা করছে, বিশ্বের সবচেয়ে বড় কয়লা ব্যবহারকারী দেশ চীনেও আগামী পাঁচ বছরে এর চাহিদা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।
ভারতের ক্ষেত্রে, তীব্র ও আগাম বর্ষা মৌসুমের কারণে জলবিদ্যুৎ উৎপাদন বেড়েছে। এর ফলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবহার পাঁচ দশকের মধ্যে মাত্র তৃতীয়বারের মতো কমেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে কয়লার চাহিদা বেড়েছে বলে জানিয়েছে আইইএ। প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি এবং ফেডারেল সরকারের নীতিগত সহায়তার ফলে সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হওয়ার পরিবর্তে চালু রাখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্যারিসভিত্তিক আইইএ বিশ্বের ৩২টি জ্বালানি-ভোক্তা সদস্য দেশকে নীতিগত পরামর্শ দেয় এবং বৈশ্বিক জ্বালানি বাজার পর্যবেক্ষণ করে থাকে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

