আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আহত। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেএমইএ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের যিনি নির্বাচন করবেন না বলেছেন এটা বোধহয় তার ব্যক্তিগত কারণে। তিনি কেন নির্বাচন করবেন না এটা তার ব্যাপার। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।

তিনি আরো বলেন, আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। জেলা পুলিশ ও শিল্প পুলিশকে এই ভ্যান হস্তান্তরের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কার্যক্রম। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও শিল্পাঞ্চলে শৃঙ্খলা রক্ষায় শিল্প পুলিশ ও জেলা পুলিশের কাজ গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারায়ণগঞ্জের মত ঘনবসতিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পুলিশের ভূমিকা অপরিহার্য। এই পুলিশ ভ্যান হস্তান্তর সেই কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নিরাপদ শিল্পাঞ্চল, চিকিৎসা ও আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প মালিকদের সাথে প্রশাসনের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত জরুরি। বিকেএমইএ এর আজকের এই উদ্যোগের মাধ্যমে এই সম্পর্ক আরো এগিয়ে নিতে সহায়ক হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যক্রম আমাদের পুলিশের কার্যক্রম আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আমি এই কার্যক্রমের জন্য বিকেএমইএ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন