আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিন্ময় কৃষ্ণকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ

আমার দেশ অনলাইন
চিন্ময় কৃষ্ণকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ
ছবি: সংগৃহীত

ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার সাড়ে ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৬ষ্ঠ বেঞ্চ এই আদেশ দেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্তে অগ্রগতি আনতে প্রয়োজনীয় কিছু বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল। আদালত তা বিবেচনায় নিয়ে ২২ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও দিয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে রয়েছেন। কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও সংগঠনের ব্যানারে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন