ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২: ১৯
ছবি: বিবিসি

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। বুধবার ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস দেবরাহ এই খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ দুর্ঘটনায় নিহত হন। তাদের মৃত্যুকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন চিফ অব স্টাফ ।

বিজ্ঞাপন

হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন জুলিয়াস দেবরাহ। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ, পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা ও প্রেসিডেন্ট মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার সেনাবাহিনী জানায়, হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ০৯টা ১২ মিটিনে রাজধানী আক্রা থেকে উড্ডয়ন করে। দেশটিতে অবৈধ খনির বিষয়ে একটি অনুষ্ঠানে যোগদানের জন্য ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিলেন আরোহীরা।

এরআগে, ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছিল, হেলিকপ্টারটি রাডারের বাইরে চলে গেছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কোন কারণ এখনো জানানো হয়নি।

এ ঘটনায় প্রেসিডেন্ট জন মাহামা গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।

দেশটিতে অবৈধ সোনার খনি বন্ধের চেষ্টা করছিলেন পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত