গাজা নিয়ে তুরস্কের পার্লামেন্টে বিশেষ অধিবেশনের আয়োজন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৯: ১৭

গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষিতে একটি বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বান করেছে তুরস্ক। পার্লামেন্টের স্পিকার নুমান কুর্তুলমুস ঘোষণা করেছেন যে, ২৯ আগস্ট তুর্কি জাতীয় সংসদ গাজা সংকট নিয়ে এক অসাধারণ অধিবেশনে মিলিত হবে।

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সাধারণত সংসদ ১ অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে থাকলেও, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এবং আইওয়াইআই পার্টির আহ্বানে এই অধিবেশন ডাকা হয়েছে। এর উদ্দেশ্য হলো গাজার মানবিক সংকট নিয়ে আলোচনা করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুর্কি জনগণের বার্তা পৌঁছে দেওয়া।

পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংসদের সাধারণ পরিষদে ইসরাইলের বিরুদ্ধে গৃহীত কূটনৈতিক পদক্ষেপ এবং গাজা পরিস্থিতির দীর্ঘমেয়াদি সমাধানে তুর্কির ভূমিকা তুলে ধরবেন। তিনি ২৫ আগস্ট জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে ইসরাইলের বিরুদ্ধে একটি জোরালো প্রস্তাব গৃহীত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষভাগে গাজায় ইসরাইলি সেনা অভিযানের শুরু থেকে তুর্কি সরকার সবচেয়ে সরব দেশগুলোর একটি। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া, প্রায় ২০ লক্ষ মানুষ, যাদের একটি বড় অংশ শিশু, খাদ্য ও ওষুধের অভাবে দুর্ভিক্ষের মুখে রয়েছে। ইসরাইলি অবরোধের কারণে মানবিক সাহায্য পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত