আমার দেশ অনলাইন
গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষিতে একটি বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বান করেছে তুরস্ক। পার্লামেন্টের স্পিকার নুমান কুর্তুলমুস ঘোষণা করেছেন যে, ২৯ আগস্ট তুর্কি জাতীয় সংসদ গাজা সংকট নিয়ে এক অসাধারণ অধিবেশনে মিলিত হবে।
বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাধারণত সংসদ ১ অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে থাকলেও, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এবং আইওয়াইআই পার্টির আহ্বানে এই অধিবেশন ডাকা হয়েছে। এর উদ্দেশ্য হলো গাজার মানবিক সংকট নিয়ে আলোচনা করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুর্কি জনগণের বার্তা পৌঁছে দেওয়া।
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংসদের সাধারণ পরিষদে ইসরাইলের বিরুদ্ধে গৃহীত কূটনৈতিক পদক্ষেপ এবং গাজা পরিস্থিতির দীর্ঘমেয়াদি সমাধানে তুর্কির ভূমিকা তুলে ধরবেন। তিনি ২৫ আগস্ট জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে ইসরাইলের বিরুদ্ধে একটি জোরালো প্রস্তাব গৃহীত হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষভাগে গাজায় ইসরাইলি সেনা অভিযানের শুরু থেকে তুর্কি সরকার সবচেয়ে সরব দেশগুলোর একটি। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া, প্রায় ২০ লক্ষ মানুষ, যাদের একটি বড় অংশ শিশু, খাদ্য ও ওষুধের অভাবে দুর্ভিক্ষের মুখে রয়েছে। ইসরাইলি অবরোধের কারণে মানবিক সাহায্য পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষিতে একটি বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বান করেছে তুরস্ক। পার্লামেন্টের স্পিকার নুমান কুর্তুলমুস ঘোষণা করেছেন যে, ২৯ আগস্ট তুর্কি জাতীয় সংসদ গাজা সংকট নিয়ে এক অসাধারণ অধিবেশনে মিলিত হবে।
বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাধারণত সংসদ ১ অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে থাকলেও, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এবং আইওয়াইআই পার্টির আহ্বানে এই অধিবেশন ডাকা হয়েছে। এর উদ্দেশ্য হলো গাজার মানবিক সংকট নিয়ে আলোচনা করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুর্কি জনগণের বার্তা পৌঁছে দেওয়া।
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংসদের সাধারণ পরিষদে ইসরাইলের বিরুদ্ধে গৃহীত কূটনৈতিক পদক্ষেপ এবং গাজা পরিস্থিতির দীর্ঘমেয়াদি সমাধানে তুর্কির ভূমিকা তুলে ধরবেন। তিনি ২৫ আগস্ট জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে ইসরাইলের বিরুদ্ধে একটি জোরালো প্রস্তাব গৃহীত হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষভাগে গাজায় ইসরাইলি সেনা অভিযানের শুরু থেকে তুর্কি সরকার সবচেয়ে সরব দেশগুলোর একটি। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া, প্রায় ২০ লক্ষ মানুষ, যাদের একটি বড় অংশ শিশু, খাদ্য ও ওষুধের অভাবে দুর্ভিক্ষের মুখে রয়েছে। ইসরাইলি অবরোধের কারণে মানবিক সাহায্য পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, দখলদার শক্তি হিসেবে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে সুযোগ করে দিতে বাধ্য ইসরাইল। বুধবার আইসিজে গাজায় ত্রাণ সরবরাহের বিষয়ে জারি করা আদেশে এ মন্তব্য করে।
৩ ঘণ্টা আগেআরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৭ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৭ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
৭ ঘণ্টা আগে