স্টাফ রিপোর্টার
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং ভ্যাটিকান সিটির সরকার প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ ছিলেন তিনি।
খ্রিস্টান এ ধর্মীয় গুরুর মৃত্যুর পর যা যা হচ্ছে
পোপ হচ্ছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা। রোমান ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী, তিনি যিশু খ্রিস্টের সরাসরি উত্তরাধিকার হিসেবে বিবেচিত হন। এছাড়া তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি বলা হয়।
যেভাবে হবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া?
ঐতিহ্যগতভাবে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়, তবে বর্তমান পোপ ফ্রান্সিস এই প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছেন। পূর্ববর্তী পোপদের ৩টি কফিনে (সাইপ্রাস কাঠ, সিসা এবং ওক) সমাহিত করা হতো, তবে পোপ ফ্রান্সিস সাধারণ কাঠের কফিনে জিঙ্কের আবরণসহ সমাহিত হবেন।
নতুন পোপ কে নির্বাচন করে?
নতুন পোপ নির্বাচন করেন ক্যাথলিক গির্জার সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা। তাদের ‘কলেজ অব কার্ডিনালস’ বলা হয়। বর্তমানে মোট ২৫২ জন কার্ডিনাল রয়েছেন, যাদের মধ্যে ১৩৮ জন ভোটদানে উপযুক্ত (৮০ বছরের নিচে)। বাকিরা আলোচনায় অংশ নিতে পারেন, তবে ভোট দিতে পারেন না।
নির্বাচন কীভাবে হয়?
পোপ মারা গেলে বা পদত্যাগ করলে (যেমন ২০১৩ সালে পোপ বেনেডিক্ট) সিস্টিন চ্যাপেলে ‘কনক্লেভ’ নামে একটি গোপন ভোটাভুটি হয়। ভোট যতক্ষণ না এক প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পান, ততক্ষণ চলতে থাকে। এই প্রক্রিয়া কখনো কখনো বহুদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
ভোটের অগ্রগতির একমাত্র ইঙ্গিত হলো ধোঁয়া—কালো ধোঁয়া মানে এখনো সিদ্ধান্ত হয়নি, সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত।
নতুন পোপ নির্বাচন হলে তা কীভাবে ঘোষণা করা হয়?
সাদা ধোঁয়ার পর সাধারণত এক ঘণ্টার মধ্যে পোপ ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের ব্যালকনিতে এসে উপস্থিত হন। তখন সিনিয়র কার্ডিনাল ঘোষণা করেন : ‘Habemus Papam’—ল্যাটিনে এর অর্থ ‘আমাদের পোপ নির্বাচিত হয়েছেন’।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং ভ্যাটিকান সিটির সরকার প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ ছিলেন তিনি।
খ্রিস্টান এ ধর্মীয় গুরুর মৃত্যুর পর যা যা হচ্ছে
পোপ হচ্ছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা। রোমান ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী, তিনি যিশু খ্রিস্টের সরাসরি উত্তরাধিকার হিসেবে বিবেচিত হন। এছাড়া তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি বলা হয়।
যেভাবে হবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া?
ঐতিহ্যগতভাবে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়, তবে বর্তমান পোপ ফ্রান্সিস এই প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছেন। পূর্ববর্তী পোপদের ৩টি কফিনে (সাইপ্রাস কাঠ, সিসা এবং ওক) সমাহিত করা হতো, তবে পোপ ফ্রান্সিস সাধারণ কাঠের কফিনে জিঙ্কের আবরণসহ সমাহিত হবেন।
নতুন পোপ কে নির্বাচন করে?
নতুন পোপ নির্বাচন করেন ক্যাথলিক গির্জার সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা। তাদের ‘কলেজ অব কার্ডিনালস’ বলা হয়। বর্তমানে মোট ২৫২ জন কার্ডিনাল রয়েছেন, যাদের মধ্যে ১৩৮ জন ভোটদানে উপযুক্ত (৮০ বছরের নিচে)। বাকিরা আলোচনায় অংশ নিতে পারেন, তবে ভোট দিতে পারেন না।
নির্বাচন কীভাবে হয়?
পোপ মারা গেলে বা পদত্যাগ করলে (যেমন ২০১৩ সালে পোপ বেনেডিক্ট) সিস্টিন চ্যাপেলে ‘কনক্লেভ’ নামে একটি গোপন ভোটাভুটি হয়। ভোট যতক্ষণ না এক প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পান, ততক্ষণ চলতে থাকে। এই প্রক্রিয়া কখনো কখনো বহুদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
ভোটের অগ্রগতির একমাত্র ইঙ্গিত হলো ধোঁয়া—কালো ধোঁয়া মানে এখনো সিদ্ধান্ত হয়নি, সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত।
নতুন পোপ নির্বাচন হলে তা কীভাবে ঘোষণা করা হয়?
সাদা ধোঁয়ার পর সাধারণত এক ঘণ্টার মধ্যে পোপ ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের ব্যালকনিতে এসে উপস্থিত হন। তখন সিনিয়র কার্ডিনাল ঘোষণা করেন : ‘Habemus Papam’—ল্যাটিনে এর অর্থ ‘আমাদের পোপ নির্বাচিত হয়েছেন’।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
১১ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে