আমাদের এ বিজয় অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে : খামেনি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১৬: ৫৫
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৭: ২০
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

খামেনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইসরাইলকে ইঙ্গিত করে বলেছেন, অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

বিজ্ঞাপন

দখলদার ইসরাইলের সঙ্গে গত ১৩ জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর খামেনি গোপন স্থানে চলে যান। গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। দখলদারদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত এটি কার্যকর আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত