আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা দখল পরবর্তী পরিকল্পনা জানালেন নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

গাজা দখল পরবর্তী পরিকল্পনা জানালেন নেতানিয়াহু
ছবি: আল জাজিরা

পুরো গাজা উপত্যকা দখলে নেওয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। দখলের এই পরিকল্পনা নেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকের আগে বৃহস্পতিবার নেতানিয়াহু জানান, ইসরাইল পুরো গাজার সামরিক নিয়ন্ত্রণ নেবে। তবে নিয়ন্ত্রণ ধরে রাখা হবে না। খবর টাইমস অব ইসরাইলের।

তিনি জানান, ইসরাইল পুরো উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায়। এরপর হামাসকে হটিয়ে একটি আরব বাহিনীর হাতে গাজার শাসনভার তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, হামাস-পরবর্তী এই সরকারের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হবে। এই পরিকল্পনা অনুসারে বিকল্প সরকারের হাতে গাজার নিয়ন্ত্রণ থাকবে, ইসরাইল তাতে হস্তক্ষেপ করবে না। সেইসঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো ভূমিকা পালন করতে দেওয়া হবে না।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেখান থেকে হামাসকে সরিয়ে দিতে এবং সেখানে বেসামরিক শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করছি।’

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাই না। আমরা গাজা শাসন করতে চাই না।’

প্রধানমন্ত্রী বলেন, ইসরাইল গাজার শাসনভার আরব বাহিনীর হাতে হস্তান্তর করতে চায়; যারা একে সঠিকভাবে পরিচালনা করবে। তারা ইসরাইলের প্রতি হুমকি হবে না এবং গাজার বাসিন্দাদের একটি ভালো জীবন উপহার দেবে।

তিনি জানান, ‘আমাদের পরিকল্পনা গাজা দখল বা একে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা নয়। আমাদের লক্ষ্য হল হামাসকে ধ্বংস করা এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা এবং তারপর গাজাকে একটি অস্থায়ী সরকারের কাছে হস্তান্তর করা।’

ইসরাইল অবিলম্বে যুদ্ধ শেষ করতে চায় বলেও জানান তিনি। যদি হামাস তাদের অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্ত করে, তাহলে আগামীকালই যুদ্ধ শেষ হয়ে যাবে।

নেতানিয়াহুর এ সিদ্ধান্ত প্রত্যখ্যান করেছে হামাস।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন