আমার দেশ অনলাইন
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে শনিবার হাজার হাজার মানুষ গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছে। আদালতের নির্দেশে স্থানীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত হওয়ার পর এই বিক্ষোভ আয়োজন সম্ভব হয়েছে।
রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়,‘ইউনাইটেডফোরগাজা – এখনই গণহত্যা বন্ধ করুন!’—এই স্লোগানে আয়োজিত বিক্ষোভে অংশ নেয় প্রায় ১০,০০০ মানুষ, যা আয়োজকদের প্রত্যাশার দ্বিগুণ।
ফ্রাঙ্কফুর্টের পূর্ব দিক থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রস্থলে গিয়ে সমাবেশ শেষ হয়। বিক্ষোভকারীরা জার্মান সরকারের ইসরাইল সমর্থন এবং সামরিক সহযোগিতার কঠোর সমালোচনা করেন। অনেকে ‘জার্মানি অর্থ দিচ্ছে, ইসরাইল বোমা ফেলছে’ স্লোগান দেন। বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল – ‘ইসরাইলকে বয়কট করুন’, ‘এদিকে তাকাবেন না, আওয়াজ তুলুন’।
আয়োজকরা গাজায় জরুরি মানবিক প্রবেশাধিকার, অস্ত্র নিষেধাজ্ঞা ও ইসরাইলের সঙ্গে জার্মানির সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানান।
এর আগে ফ্রাঙ্কফুর্ট সিটি কর্তৃপক্ষ এই বিক্ষোভ নিষিদ্ধ করার চেষ্টা করে, দাবি করে যে এটি ‘ইহুদি-বিরোধী’ হতে পারে এবং ‘জননিরাপত্তার জন্য হুমকি’ তৈরি করতে পারে। তবে ফ্রাঙ্কফুর্ট প্রশাসনিক আদালত এবং ক্যাসেলের উচ্চ প্রশাসনিক আদালত এই নিষেধাজ্ঞা বাতিল করে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শহরের নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে জনগণের সাংবিধানিক অধিকার – শান্তিপূর্ণ সমাবেশের – ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো যথেষ্ট ভিত্তি নেই।
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে শনিবার হাজার হাজার মানুষ গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছে। আদালতের নির্দেশে স্থানীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত হওয়ার পর এই বিক্ষোভ আয়োজন সম্ভব হয়েছে।
রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়,‘ইউনাইটেডফোরগাজা – এখনই গণহত্যা বন্ধ করুন!’—এই স্লোগানে আয়োজিত বিক্ষোভে অংশ নেয় প্রায় ১০,০০০ মানুষ, যা আয়োজকদের প্রত্যাশার দ্বিগুণ।
ফ্রাঙ্কফুর্টের পূর্ব দিক থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রস্থলে গিয়ে সমাবেশ শেষ হয়। বিক্ষোভকারীরা জার্মান সরকারের ইসরাইল সমর্থন এবং সামরিক সহযোগিতার কঠোর সমালোচনা করেন। অনেকে ‘জার্মানি অর্থ দিচ্ছে, ইসরাইল বোমা ফেলছে’ স্লোগান দেন। বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল – ‘ইসরাইলকে বয়কট করুন’, ‘এদিকে তাকাবেন না, আওয়াজ তুলুন’।
আয়োজকরা গাজায় জরুরি মানবিক প্রবেশাধিকার, অস্ত্র নিষেধাজ্ঞা ও ইসরাইলের সঙ্গে জার্মানির সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানান।
এর আগে ফ্রাঙ্কফুর্ট সিটি কর্তৃপক্ষ এই বিক্ষোভ নিষিদ্ধ করার চেষ্টা করে, দাবি করে যে এটি ‘ইহুদি-বিরোধী’ হতে পারে এবং ‘জননিরাপত্তার জন্য হুমকি’ তৈরি করতে পারে। তবে ফ্রাঙ্কফুর্ট প্রশাসনিক আদালত এবং ক্যাসেলের উচ্চ প্রশাসনিক আদালত এই নিষেধাজ্ঞা বাতিল করে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শহরের নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে জনগণের সাংবিধানিক অধিকার – শান্তিপূর্ণ সমাবেশের – ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো যথেষ্ট ভিত্তি নেই।
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
৪ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
৩৪ মিনিট আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৪২ মিনিট আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে