আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহিদুল আলমের কনশেনস জাহাজ আটকের খবর নিশ্চিত করল ফ্লোটিলা

আমার দেশ অনলাইন
শহিদুল আলমের কনশেনস জাহাজ আটকের খবর নিশ্চিত করল ফ্লোটিলা

বাংলাদেশের আলোকচিত্রী, লেখক শহিদুল আলমসহ ৯৩ জন অধিকারকর্মীকে বহনকারী কনশেনস জাহাজ আটকের খবর নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃপক্ষ। আজ (বুধবার) আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি আটক করে ইসরাইলি বাহিনী।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কর্তৃপক্ষ জানায়, কনশেনস জাহাজে সাংবাদিক, চিকিৎসকসহ ৯৩ জন অধিকারকর্মী রয়েছেন। কনশেনস জাহাজে ছিলেন বাংলাদেশের বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। এরআগে ইসরাইলি বাহিনী আরো তিনটি ছোট জাহাজ আটক করে।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, ‘আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরাইলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে।’

ইসরাইল জানিয়েছে, গাজার ওপর আরোপ করা সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি নতুন নৌবহরকে আটকে দেয়া হয়েছে। তাদের জাহাজ এবং যাত্রীদের আটক করে একটি ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিকমাধ্যম এক্সে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ‘নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজ এবং যাত্রীদের একটি ইসরাইলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত নির্বাসিত করা হবে বলে আশা করা হচ্ছে।’

টাইমস অব ইসরাইল জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহরে নয়টি জাহাজ রয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে নৌবহরটি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন