গাজা ইস্যুতে পুতিন-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হলো

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১: ৩১
ফাইল ছবি

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা নিয়েও আলাপ করেন তারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে সোমবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ইরান ও সিরিয়া ইস্যুতেও কথা বলেছেন এই দুই নেতা। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে এবং সিরিয়ায় স্থিতিশীলতা আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

পুতিন এর আগে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করেন। আশা প্রকাশ করেছেন, এ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে।

একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে নেতানিয়াহু গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছেন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত