আইসল্যান্ডে প্রথম দেখা মিলল মশার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১: ৩১
ছবি: সংগৃহীত

চলতি বছর রেকর্ড তৈরি করা গরমের পর আইসল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো মশার উপদ্রব দেখা গেছে। শীতপ্রধান দেশটি বিশ্বের মশামুক্ত দুই অঞ্চলের একটি হিসেবে পরিচিত ছিল। মশামুক্ত অপর অঞ্চল অ্যান্টার্কটিকা।

বুধবার বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পোকা বিশেষজ্ঞ বিয়র্ন ইয়ালতাসন আইসল্যান্ডে কয়েক রাত চেষ্টার পর মশা ধরেন। আর এ কাজে তিনি মদে ভেজানো রশি ব্যবহার করেন। তিনি কলিসিটা অ্যানইউলাটা প্রজাতির দুটি নারী ও একটি পুরুষ মশা পান। এ প্রজাতির মশা তীব্র শীতে টিকে থাকতে সক্ষম।

বিজ্ঞাপন

আইসল্যান্ডের রাজধানী রেকইয়াভিকের দক্ষিণ-পশ্চিমে বরফাচ্ছন্ন উপত্যকা কেওসে এ মশা পাওয়া যায়। ইয়ালতাসন তার এ উদ্ভাবনের কথা ফেসবুকে শেয়ার করেন। তিনি লেখেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, এমন কিছুই আগে দেখিনি। শেষ দুর্গেরও পতন হয়েছে।’

ইয়ালতাসন তার ধরা মশা আইসল্যান্ডের ইনস্টিটিউট অব ন্যাচারাল হিস্ট্রিতে পরীক্ষার জন্য পাঠান। সেখানে পতঙ্গ বিশারদ ম্যাথিয়াস অ্যালফ্রেডসন নিশ্চিত করেন, ইয়ালতাসনের ধরা পতঙ্গগুলো আসলেই মশা।

ইউরোপ ও উত্তর আফ্রিকায় মশার এ প্রজাতি প্রচুর পাওয়া যায়। তবে তা কী করে আইসল্যান্ডে পৌঁছাল, তা স্পষ্ট নয় বলে জানান অ্যালফ্রেডসন।

আইসল্যান্ডের শীতল আবহাওয়া ও পানি জমে না থাকার কারণে দেশটিতে মশার বংশ বিস্তার সম্ভব হয় না। তবে চলতি বছর দেশটিতে তাপমাত্রা রেকর্ড ছাড়ায়। সাধারণত মে মাসে দেশটিতে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ে। তবে কখনোই তা দুই-তিনদিনের বেশি স্থায়ী হয় না। এ বছর তাপমাত্রার এ হার একাধারে ১০ দিনের বেশি স্থায়ী ছিল।

চলতি বছরই দেশটিতে সাম্প্রতিক সময়ে উষ্ণতম তাপমাত্রার রেকর্ড করা হয়। এ তাপমাত্র দাঁড়িয়েছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত