রাফাহ ক্রসিং খুলে দেয়ার আহ্বান জাতিসংঘের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৪: ৩৩
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণ প্রবেশ নির্বিঘ্ন করতে রাফাহ ক্রসিং খুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ইসরাইলকে আরো বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, গাজায় ত্রাণ সরবরাহের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। খবর আল জাজিরার।

ফারহান হক আল জাজিরাকে বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কোনো দিনই ৬০০টি জাতিসংঘের ট্রাক গাজায় প্রবেশ করেনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা চাই ইসরাইলি কর্তৃপক্ষ সীমান্ত ক্রসিংয়ে ট্রাক প্রবেশের অনুমতি দিক।’

ফারহান হক জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সামগ্রিকভাবে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক এবং বাণিজ্যিক যানবাহন গাজায় প্রবেশ বেড়েছে, যা ভালো লক্ষণ।

যুদ্ধবিরতির আগে সাহায্য প্রবেশের মাত্রা এতোটাই কম ছিল যে উপত্যকায় দুর্ভিক্ষ ঘোষণা করে জাতিসংঘ-সমর্থিত একটি পর্যবেক্ষণকারী সংস্থা।

এরআগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় অনাহারে রয়েছেন ফিলিস্তিনিরা। খাদ্য ও বিশুদ্ধ পানি একেবারেই অপ্রতুল। গাজায় চলমান যুদ্ধবিরতির দুই সপ্তাহ পরও পরিস্থিতি ‘বিপর্যয়কর’ বলে জানান তিনি। সংস্থাটির প্রধান বলেন, সহায়তা সামগ্রী ঢুকলেও তা গাজাবাসীর পুষ্টিচাহিদা পূরণে একেবারেই অপ্রতুল।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৮ হাজার ২৮০ জন নিহত এবং এক লাখ ৭০ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে

বিএনপি, জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা: বিবিসি বাংলার প্রতিবেদন

মুহিবুল্লাহ মাদানীকে অপহরণের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নবায়নযোগ্য জ্বালানি কৌশল

বিশ্বের ১২০ কোটি তরুণ চাকরির সন্ধানে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত