মার্কিন নিষেধাজ্ঞার জের

রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৬: ১৪
ছবি: বার্তা সংস্থা রয়টার্স

রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা স্থগিত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি এবং ঝেনহুয়া অয়েল সাময়িকভাবে লেনদেন স্থগিত করেছে।

বিজ্ঞাপন

এদিকে রাশিয়া থেকে সমুদ্রপথে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ ভারতও একই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপথে রাশিয়ার তেলের দুটি বৃহত্তম ক্রেতা চীন ও ভারতের স্থগিতাদেশ ‘মস্কোর তেলের রাজস্বের ওপর চাপ সৃষ্টি করবে’ বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আমদানিকারকরা বিকল্প সরবরাহের সন্ধান করার সাথে সাথে বিশ্বব্যাপী দাম বাড়বে বলেও ধারনা করা হচ্ছে।

চীন প্রতিদিন রাশিয়া থেকে সমুদ্রপথে প্রায় ১ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যার বড় অংশই কিনে থাকে বেসরকারি ছোট রিফাইনারি প্রতিষ্ঠান, যাদের ‘টিপট রিফাইনারি’ বলা হয়।

ভর্টেক্সা অ্যানালিটিক্স জানিয়েছে, ২০২৫ সালের প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলোর রুশ তেল কেনার পরিমাণ ছিল দৈনিক ২ দশমিক ৫ লাখ ব্যারেলের নিচে, তবে এনার্জি অ্যাসপেক্টস এই পরিমাণ ৫ লাখ ব্যারেল প্রতিদিন বলে উল্লেখ করেছে।

গত বুধবার রাশিয়ার বৃহৎ দুটি জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত