প্রকাশ্য মতবিরোধে জড়ালেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১: ২৯
ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এবং সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জামির সামরিক কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি না নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যা প্রতিষ্ঠিত প্রক্রিয়ার পরিপন্থী। এরপর কাটজ ঘোষণা দিয়েছেন যে, তিনি এসব নিয়োগের বিষয়ে আলোচনা বা অনুমোদন দেবেন না।

জবাবে, জামির তার বিবৃতিতে উল্লেখ করেন, তিনি "কর্ণেল পদমর্যাদা বা তার উপরের কর্মকর্তাদের নিয়োগের একমাত্র ক্ষমতাধিকারী"। তিনি বলেন, "সামরিক প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেন, এরপর তা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়"।

এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে। সরকার গাজা সিটি পুরোপুরি দখল করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু জামির "নজরবন্দী" কৌশল প্রস্তাব করেছেন। এই মতবিরোধ সামরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী গাজার প্রায় ৭৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, গাজা সিটি পুরোপুরি দখল করা হতে পারে, তবে জামিরের কৌশল অনুযায়ী, শহরটি নজরবন্দী রাখা হবে। এই মতবিরোধ সামরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই দ্বন্দ্ব ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব এবং গাজার নিয়ন্ত্রণে ভিন্নমতকে প্রতিফলিত করছে, যা সামরিক কর্মকাণ্ডে বাধার কারণ হতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত