আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী
ছবি: আল জাজিরা

পার্লামেন্ট ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শুক্রবার জাপানের পার্লামেন্টের স্পিকার একটি চিঠি পাঠ করে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেন। আগামী ৮ ফ্রেব্রুয়ারি আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগেই পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি।

এর আগে আগাম নির্বাচনের ডাক দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন তাকাইচি। সরকারের বিভিন্ন পরিকল্পনা ও ব্যয়ের বিষয়ে ভোটারদের সমর্থন পাওয়ার উদ্দেশ্য সামনে রেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

আগাম নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সব কটিতে ভোট হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তাকাইচির জন্য প্রথম বড় কোনো নির্বাচনি পরীক্ষা। বর্তমানে জাপানের জনগণের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে, সেটি কাজে লাগিয়ে তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে নিজের অবস্থান আরও শক্ত করতে চান।

এ নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে, দেশটির মানুষ সরকারের খরচ বৃদ্ধির পরিকল্পনাকে কীভাবে দেখছে।

অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাকাইচি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন