সুপার টাইফুন বুয়ালয়: সরিয়ে নেয়া হচ্ছে ২ লাখ ৫০ হাজার মানুষকে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩১

ভিয়েতনামের উপকূলের দিকে ধেয়ে আসা সুপার টাইফুন বুয়ালয়-এর ভয়াবহ আঘাত থেকে সুরক্ষার জন্য ইতোমধ্যে দুই লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দেশটি। এ কাজে সহায়তার জন্য দেশজুড়ে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে সরকার। সেই সঙ্গে চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রাতেই এটি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, চলতি বছর ভিয়েতনামে আঘাত হানা দশম টাইফুন হচ্ছে এই বুয়ালয়। বর্তমানে এটি সাগরে অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল)।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এই ঝড়টি অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে এগিয়ে আসছে-সাধারণের তুলনায় প্রায় দ্বিগুণ। এর তীব্রতা ও বিস্তৃত প্রভাব একসঙ্গে ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। আশঙ্কা করা হচ্ছে-প্রচণ্ড ঝড়োবাতাস, ভারী বর্ষণ, পাহাড়ি ধস, আকস্মিক বন্যা এবং উপকূলীয় প্লাবন একযোগে দেখা দিতে পারে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন জরুরি সতর্কতা জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।

এরই মধ্যে দুঃসংবাদ এসেছে কোয়াং ত্রি প্রদেশ থেকে। সেখানে মাছ ধরার দুটি নৌকা তলিয়ে যায় এবং তিনজন জেলে নিখোঁজ রয়েছেন। আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকাগুলো কুয়া ভিয়েত চ্যানেলের মুখ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আটকা পড়ে।

এদিকে, ঝড়ের গতিপথে থাকা সব মাছ ধরার নৌকাকে তীরে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। উপকূলের বাসিন্দাদেরকে তাদের নৌযান ও ঘরবাড়ি সুরক্ষিত করারও নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও ডা নাং শহরে প্রায় দুই লাখ ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। উপকূলীয় এলাকা হুয়েতে আরও ৩২ হাজার মানুষকে সরিয়ে নেয়ার কাজ চলছে। শিল্প এলাকা হিসেবে পরিচিত হা তিঙ প্রদেশ থেকে অন্তত ১৫ হাজার মানুষকে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে তৈরি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলরেখা সুরক্ষায় স্থানীয় সরকার বালুর বস্তা, বাঁশ, পাথর ও ট্রাক দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত