আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা

আমার দেশ অনলাইন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে রোববার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ কোম্পানির হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীতমুখী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে এবং আহত হয়েছেন ১২০-এর বেশি। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

এটি ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “আজ স্পেনের জন্য শোকের দিন। আমরা ঘটনার কারণ অনুসন্ধান করব এবং স্বচ্ছভাবে দেশবাসীর সামনে তা তুলে ধরব।”

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারপ্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো জানান, উদ্ধারকাজ এখনো চলছে এবং প্রকৃত মৃত্যুর সংখ্যা নির্ধারণে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি নিয়ে ক্ষতিগ্রস্ত বগি সরানোর কাজ চলছে।

ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইরিও’ জানিয়েছে, দুর্ঘটনার তিন দিন আগে ট্রেনটি পরীক্ষা করা হয়েছিল এবং এটি প্রায় নতুন। রেনফে’র প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজ হেরেদিয়া জানিয়েছেন, দুর্ঘটনার কারণ মানুষের ভুল বা অতিরিক্ত গতি নয়, বরং যান্ত্রিক ত্রুটি বা লাইনের সমস্যার দিকে ইঙ্গিত করছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী লুকাস মেরিয়াকো স্থানীয় টেলিভিশনকে বলেন, “এটি যেন এক ভয়াবহ সিনেমা। পেছন থেকে প্রচণ্ড ধাক্কা অনুভব করি, মনে হচ্ছিল পুরো ট্রেন ভেঙে পড়বে।” স্থানীয়রা পানি, কম্বল ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন।

পোপ লিও চতুর্দশ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নিহত ও আহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

স্পেনে ৩ হাজার কিলোমিটারের বেশি হাইস্পিড রেল নেটওয়ার্ক রয়েছে, যা মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগাকে যুক্ত করেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন