আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন এরদোয়ানের

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন এরদোয়ানের

মিসরের শারম আল-শেখে আলোচনার পর ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যেকার যুদ্ধবিরতি চুক্তিতে সন্তুষ্ট প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে এরদোয়ান বলেন, হামাস-ইসরাইল আলোচনার ফলস্বরূপ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তিনি ইসরাইল সরকারকে যুদ্ধবিরতির পথে আনতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন।

তুরস্ক এ চুক্তি বাস্তবায়ন এবং শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান। এসময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালে সীমান্তের ভিত্তিতে যে, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সে বিষয়ে আঙ্কারার অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

গত দুই বছর ধরে চলা দুর্ভোগ ও ক্ষতি সহ্য করা ফিলিস্তিনিদের সাথে তিনি সংহতি প্রকাশ করে, এবং তাদের কঠোর পরিস্থিতি সত্ত্বেও তাদের ধৈর্য এবং মর্যাদার প্রশংসা করেছেন।

এরদোয়ান এছাড়াও বিশ্বনেতারা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আশা প্রকাশ করেছেন, এই চুক্তি একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের পূর্ব-ভূমিকা হয়ে উঠবে, যা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন