আমার দেশ

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ১২টি যুদ্ধবিমান কিনবে যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ১২টি যুদ্ধবিমান কিনবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, পারমাণবিক বোমা বহনে সক্ষম ১২টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে যুক্তরাজ্য। এই বিমানগুলো হবে তাদের পারমাণবিক বহরের একটি বড় সম্প্রসারণ।

ব্রিটিশ সরকার এটিকে এক প্রজন্মের মধ্যে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তিশালীকরণ বলে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের সময় স্টারমার এই ঘোষণা দেন। ন্যাটো মহাসচিব মার্ক রুট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটিকে ন্যাটোকে আরো একটি শক্তিশালী ব্রিটিশ অবদান বলে অভিহিত করেছেন।

স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর ১৯৯০-এর দশকে যুক্তরাজ্য পর্যায়ক্রমে আকাশ থেকে নিক্ষেপিত পারমাণবিক অস্ত্র বন্ধ করে দেয়। এর পারমাণবিক অস্ত্রাগারে এখন সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

যুক্তরাজ্য এবং অন্যান্য ন্যাটো সদস্যরা ২০৩৫ সালের মধ্যে নিরাপত্তা খাতে ব্যয় মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়ার পর এই ঘোষণাগুলি এসেছে। মোট ব্যয়ের মধ্যে প্রতিরক্ষা খাতে ৩.৫ শতাংশ এবং বৃহত্তর নিরাপত্তা ও স্থিতিস্থাপকতা প্রচেষ্টায় আরও ১.৫ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন