ইসরাইলের কারাগারগুলি নীরব গণকবরে পরিণত হয়েছে: হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৮: ৩৭

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে ইসরাইলের কারাগারগুলো ফিলিস্তিনি বন্দীদের জন্য “নীরব গণকবর”-এ পরিণত হয়েছে। সম্প্রতি হেব্রন গভর্নরেটের আল-ধাহিরিয়া শহরের ২২ বছর বয়সী বন্দী আহমেদ হাতেম মোহাম্মদ খুদাইরাত ইসরাইলি কারাগারে মৃত্যুবরণ করার পর এই অভিযোগ জানায় সংগঠনটি।

বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

হামাস বিবৃতিতে জানায়, আহমেদ খুদাইরাতের মৃত্যু ইসরাইলি কারা কর্তৃপক্ষের ইচ্ছাকৃত চিকিৎসা অবহেলা ও ধীরগতির নির্যাতনের ফল। বিবৃতিতে বলা হয়েছে, খুদাইরাতকে “নিপীড়নের কোষে” অসুস্থতা ও বঞ্চনার মধ্যে রাখা হয়েছিল, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ডেকে আনে।

সংগঠনটি সতর্ক করে বলেছে, “ধীরগতির হত্যার এই নীতি ইসরাইলের কারাগারগুলোকে নীরব গণকবরে পরিণত করছে।” হামাস আরও জানিয়েছে, চলমান ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৭৮ জন ফিলিস্তিনি বন্দী কারাগারে মৃত্যুবরণ করেছেন।

হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বলেছে, ইসরাইলি কারাগারে বন্দীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরাইলি নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে।

এছাড়া হামাস ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান বলে, তারা যেন বন্দী ও তাদের পরিবারের প্রতি সমর্থন ও সংহতি জোরদার করে এবং সকল ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত