আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলের হামলা অব্যাহত, নিহত ২৪

আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলের হামলা অব্যাহত, নিহত ২৪
ফাইল ছবি

গাজা যুদ্ধ বন্ধে আজ (সোমবার) কায়রোতে আলোচনায় বসছে হামাস ও ইসরাইলের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দখলদার বাহিনীর হামলায় একদিনে মারা গেছে আরো ২৪ জন ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

ইসরাইল বলছে গাজায় কোনো যুদ্ধবিরতি নেই। ইসরাইলি সেনাপ্রধান বলেছেন যে তাদের সামরিক অভিযানে কিছুটা পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন

গাজা সিটিতে বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিশেষ করে তাল আল-হাওয়া এলাকা, শাতি শরণার্থী শিবির এবং নাসর এলাকায়।

বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, রাফাহর উত্তর-পশ্চিমে শাকুশ এলাকায় মার্কিন-ইসরাইলি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সাহায্যের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত হয়েছেন।

গত ২৭শে মে থেকে, ইসরাইল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য বিতরণ পরিচালনা করছে। ফিলিস্তিনিরা এই ত্রাণবিতরণ কেন্দ্রগুলোকে ‘মৃত্যুর ফাঁদ’ হিসাবে উল্লেখ করেছে।

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে আরো একজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬৭ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৫৮৩ জন। আরো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন