‘প্রতিবারই আমাকে বলা হয়, তুমি নোবেল পুরস্কার পাবে’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৪: ৫৭
ছবি: বিবিসি

আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার না পাওয়ায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘প্রতিবারই আমাকে বলা হতো, যুদ্ধ থামালে নোবেল পাবে।’

গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আটটি যুদ্ধ বন্ধে নিজের অবদানের বিষয়টি পুনরাবৃত্তি করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি চাইলেই পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামাতে পারেন বলে দাবি করেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। রুয়ান্ডা ও কঙ্গোতে যান এবং ভারত-পাকিস্তান সম্পর্কে কথা বলুন। আমরা যেসব যুদ্ধের সমাধান করেছি, সেদিকে তাকান। প্রতিবারই যখন আমি সমাধান করেছি, তখন তারা বলেছিল, ‘যদি তুমি পরবর্তীটি সমাধান করো, তাহলে তুমি নোবেল পুরস্কার পাবে।’ আমি নোবেল পুরস্কার পাইনি। তবে কেউ একজন পেয়েছেন, যিনি খুব ভালো নারী। আমি জানি না তিনি কে, তবে তিনি খুব উদার। আমি এসব বিষয়ে চিন্তা করি না। আমি শুধু জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করি।”

এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি স্থাপনই তার পরবর্তী লক্ষ্য বলে জানান এই রিপাবলিকান রাজনীতিক। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামানো আমার জন্য খুবই সহজ। তবে আমাকে যুক্তরাষ্ট্র চালাতে হবে। যদিও আমি যুদ্ধ থামাতে খুব পছন্দ করি। সূত্র: এনডিটিভি

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত