চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে আদালতের নির্দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৯: ২৫
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৯: ২৮

ডাক্তারদের ‘প্যাঁচানো’ হাতের লেখা নিয়ে রসিকতার শেষ নেই—বলা হয়, তাদের লেখা নাকি কেবল ওষুধের দোকানের লোকেরাই বোঝেন। এই ঠাট্টা বিশ্বজুড়েই প্রচলিত। তবে সম্প্রতি ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক আদেশে স্পষ্টাক্ষরে লেখার গুরুত্ব আবারও জোরালোভাবে সামনে এসেছে।

আদালত স্পষ্টভাবে জানান, “সহজে পাঠযোগ্য ব্যবস্থাপত্র একটি মৌলিক অধিকার”, কারণ এটি মানুষের জীবন ও মৃত্যুর মধ্যে ব্যবধান গড়ে দিতে পারে।

বিজ্ঞাপন

আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন, এখন থেকে সব চিকিৎসককে বড় হাতের অক্ষরে (ক্যাপিটাল লেটার) স্পষ্টভাবে ব্যবস্থাপত্র লিখতে হবে। একই সঙ্গে, দুই বছরের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপত্র ব্যবস্থা চালু করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

আদালতের এই আদেশটি এমন এক মামলায় এসেছে, যার সঙ্গে লেখালেখির সরাসরি কোনো সম্পর্ক ছিল না। মামলাটি ছিল ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ নিয়ে। বিচারপতি জসগুরুপ্রীত সিং পুরি এই মামলার শুনানি চলাকালে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনটি দেখেন। প্রতিবেদনটি লিখেছিলেন একজন সরকারি ডাক্তার, কিন্তু লেখাটি বিচারপতির কাছে সম্পূর্ণ দুর্বোধ্য মনে হয়।

বিচারপতি পুরি তার আদেশে লেখেন, “এই লেখা আদালতের বিবেককে নাড়া দিয়েছে, কারণ একটি শব্দ বা অক্ষরও পড়ার মতো ছিল না।” তিনি আরও মন্তব্য করেন, “প্রযুক্তি ও কম্পিউটার যখন এত সহজলভ্য, তখনও সরকারি চিকিৎসকেরা হাতে এমন ব্যবস্থাপত্র লিখছেন, যা ওষুধের দোকানের বিক্রেতা ছাড়া হয়তো আর কেউই পড়তে পারে না—এটা খুবই হতাশাজনক।” এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি পুরি ডাক্তারদের হাতের লেখা স্পষ্ট করার নির্দেশ দেন এবং মেডিকেল কলেজের পাঠ্যসূচিতে হাতের লেখার ক্লাস অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মূল বিষয়টি হাতের লেখার সৌন্দর্য নয়, বরং রোগীর নিরাপত্তা। একটি ব্যবস্থাপত্রে অস্পষ্টতা বা ভুল ব্যাখ্যার সুযোগ থাকলে তার ফল গুরুতর, এমনকি মর্মান্তিকও হতে পারে। ইনস্টিটিউট অব মেডিসিনের (আইওএম) ১৯৯৯ সালের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি বছর চিকিৎসাজনিত ভুলের কারণে যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তার মধ্যে প্রায় সাত হাজার মৃত্যুর কারণ ছিল দুর্বোধ্য হাতের লেখা।

ভারতে দুর্বোধ্য হাতের লেখার কারণে কী পরিমাণ ক্ষতি হয়, তার নির্ভরযোগ্য তথ্য না থাকলেও, অতীতে ব্যবস্থাপত্র ভুল পড়ার কারণে স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। যেমন, ব্যথানাশকের বদলে একই রকম নামের ডায়াবেটিসের ওষুধ ভুল করে খাওয়ার পর এক নারীর খিঁচুনি শুরু হওয়ার মতো ঘটনা ঘটেছে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) প্রেসিডেন্ট ড. দিলীপ ভানুশালী এই সমস্যার সমাধানে সাহায্য করতে ইচ্ছুক বলে জানিয়েছেন। তিনি বলেন, বেশিরভাগ চিকিৎসকই খুব ব্যস্ত থাকেন, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে রোগীর প্রচণ্ড চাপ থাকে, যা খারাপ হাতের লেখার একটি কারণ। তবে তিনি তাদের সদস্যদের সরকারি নির্দেশনা মেনে বড় হাতের অক্ষরে ব্যবস্থাপত্র লিখতে সুপারিশ করেছেন।

কলকাতার অন্যতম বিখ্যাত ফার্মেসি 'ধনন্তরী'-এর সিইও রবীন্দ্র খানদেলওয়াল বলেন, এখনো তাদের দোকানে দুর্বোধ্য ব্যবস্থাপত্র আসছে। অভিজ্ঞ ফার্মাসিস্টরা অনেক ক্ষেত্রে পাঠোদ্ধার করতে পারলেও, মাঝে মাঝে সঠিক ওষুধ দেওয়ার জন্য ডাক্তারদের ফোন করতে হয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত