আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১০ মহররমের পর রাস্তায় নামছে ইমরান খানের দল

আমার দেশ অনলাইন
১০ মহররমের পর রাস্তায় নামছে ইমরান খানের দল

কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন, তার ভাই ১০ মহররমের পর সরকারবিরোধী আন্দোলন শুরুর নির্দেশ দিয়েছেন। শুক্রবার জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে একটি সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পিটিআই প্রধানের বার্তা পৌঁছে দেন।

বিজ্ঞাপন

আলিমা খান জানান, আন্দোলনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং পিটিআই প্রধান জনগণকে ‘নিজেদের স্বাধীনতার জন্য রাস্তায় নামার’ আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, ইমরান বারবার বলে এসেছেন, ‘দাসত্বের চেয়ে কারাবরণ শ্রেয়।’

এই মন্তব্য এমন এক সময় এলো, যখন পাকিস্তানের সুপ্রিম কোর্ট সংখ্যালঘু ও নারী সংরক্ষিত আসন বরাদ্দ থেকে পিটিআই-কে বঞ্চিত করেছে।

গত ২৭ জুন সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চ রায় দেয়, পিটিআই জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংরক্ষিত আসনের জন্য যোগ্য নয়।

এদিকে, সরকার পিটিআই-কে সতর্ক করে বলেছে, তারা যেন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তবে শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার হলেও সহিংসতার অনুমতি দেওয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন