আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি কারাগারে আরো এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু

আমার দেশ অনলাইন

ইসরাইলি কারাগারে আরো এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের কারাগারে মারা গেছেন গাজার আরো একজন বন্দি। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কারাগারে মৃত্যুবরণ করলেন ৮৭ ফিলিস্তিনি। এক যৌথ বিবৃতিতে একথা জানায়, প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

বিবৃতে বলা হয়, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন হামজা আবদুল্লাহ আব্দুলহাদি আদওয়ান নামে ওই ফিলিস্তিনি বন্দি। তার চিকিৎসা সেবার প্রয়োজন ছিল। তাকে ২০২৪ সালের ১২ নভেম্বর উত্তর গাজার একটি সামরিক চেকপয়েন্ট থেকে আটক করা হয়েছিল।

বিজ্ঞাপন

আদওয়ান ছিলেন বিবাহিত এবং নয় সন্তানের জনক। তার দুই সন্তান ০২৩ সালের অক্টোবরে ইসরাইলের হামলায় নিহত হয়।

অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরাইল, যার মধ্যে অনাহার, চিকিৎসা অবহেলা, যৌন নিপীড়ন, অপমান এবং অবমাননাকর পরিস্থিতিতে আটক রাখা।

বিবৃতি অনুসারে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি কারাগারে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। তবে ইসরাইলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে মাত্র ৮৭ জনের পরিচয় প্রকাশ করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন