মায়ানমার-ভারত সীমান্তে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৬: ৩৯
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫: ৪০

মায়ানমার ও ভারত সীমান্তে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১১টা ২৬ মিনিটে মায়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইক শহরের কাছে অনুভূত হয়। এর ভূকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

বিজ্ঞাপন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম রাজ্যের রাজধানী আইজল শহরেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মাওলাইক শহরটি মায়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যা ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যের সীমান্তের কাছাকাছি। অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ বলে পরিচিত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত