তুরস্ক ছাড়লেন ৫ লাখের বেশি সিরীয় শরণার্থী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩৩

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তুর্কিয়ে থেকে ৫ লক্ষ ৯ হাজার ৩৮৭ জন সিরীয় শরণার্থী স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন।

সোমবার তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি বলেন, "সিরিয়ার স্বাধীনতার পর, স্বেচ্ছায় প্রত্যাবর্তনের গতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।"

তিনি আরও জানান, ২০১৬ সাল থেকে তুরস্কে অবস্থানরত শরণার্থীদের মধ্যে মোট ১২ লাখেরও বেশি ব্যক্তি স্বেচ্ছায় সিরিয়ায় ফিরে গেছেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে তুর্কিয়ে বিশ্বে সর্বাধিক সংখ্যক সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। আগস্টে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তুরস্কে বর্তমানে প্রায় ২৫ লক্ষ সিরীয় শরণার্থী বসবাস করছেন।

সাম্প্রতিক এক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১০ লক্ষ সিরীয় নিজ দেশে ফিরেছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি ফেরত গেছেন তুরস্ক থেকে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এখনো ৭০ লক্ষের বেশি সিরীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন এবং ৪৫ লক্ষের বেশি ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে অবস্থান করছেন।

তুরস্ক সরকার শুরু থেকেই সিরীয়দের "স্বেচ্ছাসেবী, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন" নিশ্চিত করার নীতিতে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, সিরিয়ায় রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং আন্তর্জাতিক সহায়তা এই প্রত্যাবর্তনের হারকে আরও বাড়াতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত