হরমুজ প্রণালি বন্ধের প্রস্তুতি নিয়েছিল ইরান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৬: ৪৩
ইরানের পতাকা।

গত ১৩ জুন ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালি বন্ধ ও সেখানে মাইন বসানের প্রস্তুতি নিয়েছিলো ইরান। বুধবার মার্কিন দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার পর জাহাজে মাইন ভর্তি করা শুরু করেছিল ইরানের সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

মাইনগুলো হরমুজ প্রণালিতে মোতায়েন করা না করলেও এমন প্রস্তুতি ইঙ্গিত দেয়—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালি বন্ধ করার কথা ভেবেছিল দেশটি। এটি বাস্তবায়ন হলে বৈশ্বিক বাণিজ্যে মারাত্মকভাবে প্রভাব ফেলতো। কারণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়। শুধু তাই নয়, এই প্রণালিটি বন্ধ হলে সারা বিশ্বে জ্বালানি দাম বৃদ্ধি পেতো।

প্রতিবেদনে আরো বলা হয় হয়েছে—এই মাইনগুলো পরবর্তীতে জাহাজ থেকে সরানো হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ইরান জাহাজে মাইন ভর্তি করেছে, এমন খবর যুক্তরাষ্ট্র কীভাবে নিশ্চিত হয়েছে, সে বিষয়ে সূত্রগুলো নিদিষ্ট করে কিছু জানায়নি।

দুই মার্কিন কর্মকর্তার মতে, মাইন তোলার বিষয়টি সম্ভবত ইরানের একটি কৌশল ছিল।

তাদের মতে—ইরান যুক্তরাষ্ট্রকে বোঝাতে চেয়েছিল, হরমুজ প্রণালি বন্ধ করার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত