আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যেভাবে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ী ইরান

আমার দেশ অনলাইন

যেভাবে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ী ইরান
ছবি: সংগৃহীত

ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্রের টার্গেট ছিল নির্ভুল এবং দৃঢ়। যার কারণে ইসরাইল খুব একটা সুবিধা করতে পারেনি। ১২ দিনের সেই যুদ্ধে ইরানি সেনাবাহিনীর অভূতপূর্ব সেনা কৌশলের কাছে পরাজিত হয়েছে ইসরাইল। ইসরাইলে নিখুঁত আক্রমণের কারণেই ইরান বিজয়ী হয়েছে বলে করে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আরাগচি বলেন, ‘আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু করা তাদের লক্ষ্য ছিল। আর তারা ভেবেছিল এই আকস্মিক হামলায় ইরান দুই থেকে তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করবে।’

তিনি আরো বলেন, ‘আমি রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে বলেছিলাম, অনেকেই দাবি করেছেন যে, ১২ দিনের যুদ্ধের সময় ইরানের আকাশ ইসরাইলি বিমানের দখলে ছিল, কিন্তু তারা এটা স্বীকার করেন না যে, ইহুদিবাদী শাসনের আকাশও ইরানি ক্ষেপণাস্ত্রে ঢেকে গিয়েছিল। যদিও তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সহায়তায় তাদের আকাশে বহুস্তরীয় প্রতিরক্ষা গড়ে তুলেছিল, তা সত্ত্বেও তারা ইরানি ক্ষেপণাস্ত্রের অবতরণ রোধ করতে পারেনি।

উল্লেখ্য, ACLED-এর মতে, ইরান কমপক্ষে ১২০ বার ইসরাইল আক্রমণ করেছে। এই হামলাগুলিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অন্তর্ভুক্ত ছিল। অনেকগুলি মার্কিন সহায়তায় প্রতিহত করা হয়েছিল এবং কিছু আবাসিক এলাকায় আঘাত করেছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন