ধূমপানের ওপর প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর করলো মালদ্বীপ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৭: ২১
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৭: ২৮
ছবি: সংগৃহীত

মালদ্বীপ সরকার শনিবার থেকে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপই এখন বিশ্বের একমাত্র দেশ, যেখানে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু-র উদ্যোগে প্রণীত এই আইনটি ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের লক্ষ্য হলো “জনস্বাস্থ্য রক্ষা করা এবং একটি তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।” খবর এএফপির।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়েছে—“নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কেউ মালদ্বীপে তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার বা বিক্রয় করতে পারবে না।”

নিষেধাজ্ঞা সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, এবং বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এই আইন দেশে আগত বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য, জানিয়েছে মন্ত্রণালয়।

মালদ্বীপে আগে থেকেই ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রয়, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ—যা সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য।

এছাড়াও আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে অপ্রাপ্তবয়স্কের কাছে তামাক বিক্রি করলে ৫০,০০০ রুপিয়া (প্রায় ৩,২০০ ডলার) জরিমানা,ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে ৫,০০০ রুপিয়া (প্রায় ৩২০ ডলার) জরিমানা করা হবে।

ব্রিটেনে প্রস্তাবিত অনুরূপ প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা এখনো আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যেই রয়েছে, অন্যদিকে নিউজিল্যান্ড, যারা প্রথম এই ধরনের আইন প্রণয়ন করেছিল, ২০২৩ সালের নভেম্বরে সেটি বাতিল করে।

(সূত্র: মালদ্বীপ স্বাস্থ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ এফপি)

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত