আমার দেশ অনলাইন
ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে-রাশিয়ার তেলা কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের কোনো ফোনালাপ হয়নি। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জ্বালানি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে, আমরা ইতোমধ্যেই বিবৃতি জারি করেছি। টেলিফোনে কথোপকথনের বিষয়ে, আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি।’
সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।
তিনি বলেন, ‘মোদি আমাকে আজ জানিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে, তবে সেটা শিগগিরই সম্পন্ন হবে।’
ট্রাম্প আরো বলেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো অনেক সহজ হয়ে যাবে।
ট্রাম্পের এই বক্তব্যের পর, ভারত সরকার জ্বালানি আমদানির ক্ষেত্রে তাদের দীর্ঘস্থায়ী নীতি পুনর্ব্যক্ত করে। জোর দিয়ে জানিয়েছে, নয়াদিল্লির সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নয়, ভারতীয় গ্রাহকদের স্বার্থ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার মাধ্যমে পরিচালিত হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, জ্বালানি নিরাপত্তার প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি দুটি স্তম্ভের ওপর নির্ভর করে। আর তাহলো স্থিতিশীল দাম ও নিশ্চিত সরবরাহ।
আরএ
ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে-রাশিয়ার তেলা কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের কোনো ফোনালাপ হয়নি। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জ্বালানি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে, আমরা ইতোমধ্যেই বিবৃতি জারি করেছি। টেলিফোনে কথোপকথনের বিষয়ে, আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি।’
সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।
তিনি বলেন, ‘মোদি আমাকে আজ জানিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে, তবে সেটা শিগগিরই সম্পন্ন হবে।’
ট্রাম্প আরো বলেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো অনেক সহজ হয়ে যাবে।
ট্রাম্পের এই বক্তব্যের পর, ভারত সরকার জ্বালানি আমদানির ক্ষেত্রে তাদের দীর্ঘস্থায়ী নীতি পুনর্ব্যক্ত করে। জোর দিয়ে জানিয়েছে, নয়াদিল্লির সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নয়, ভারতীয় গ্রাহকদের স্বার্থ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার মাধ্যমে পরিচালিত হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, জ্বালানি নিরাপত্তার প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি দুটি স্তম্ভের ওপর নির্ভর করে। আর তাহলো স্থিতিশীল দাম ও নিশ্চিত সরবরাহ।
আরএ
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৫ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
৪৪ মিনিট আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে