মোদির সাথে ফোনালাপের দাবি ট্রাম্পের, ভারতের অস্বীকার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১: ০৪
ছবি: এনডিটিভি

ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে-রাশিয়ার তেলা কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের কোনো ফোনালাপ হয়নি। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জ্বালানি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে, আমরা ইতোমধ্যেই বিবৃতি জারি করেছি। টেলিফোনে কথোপকথনের বিষয়ে, আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি।’

বিজ্ঞাপন

সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

তিনি বলেন, ‘মোদি আমাকে আজ জানিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে, তবে সেটা শিগগিরই সম্পন্ন হবে।’

ট্রাম্প আরো বলেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো অনেক সহজ হয়ে যাবে।

ট্রাম্পের এই বক্তব্যের পর, ভারত সরকার জ্বালানি আমদানির ক্ষেত্রে তাদের দীর্ঘস্থায়ী নীতি পুনর্ব্যক্ত করে। জোর দিয়ে জানিয়েছে, নয়াদিল্লির সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নয়, ভারতীয় গ্রাহকদের স্বার্থ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার মাধ্যমে পরিচালিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, জ্বালানি নিরাপত্তার প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি দুটি স্তম্ভের ওপর নির্ভর করে। আর তাহলো স্থিতিশীল দাম ও নিশ্চিত সরবরাহ।

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত