দাবি না মানলে লাশ নেবে না নেপালে বিক্ষোভে নিহতদের পরিবার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৪
ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালের সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের পরিবারগুলো জানিয়েছে, দাবি পুরণের আগ পর্যন্ত লাশ গ্রহণ করবে না তারা। হতাহতদের পরিবারের সদস্যরা অধিকার আদায়ে সংগ্রাম কমিটি গঠন করেছেন। রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারি বাসভবনের বাইরে জড়ো হন তারা। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি জানাতে চাইছেন। কামাল সুবেদি নামে একজন বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সাথে একটি মৌখিক চুক্তি হয়েছে। তারা চাইছেন লিখিত প্রতিশ্রুতি।

বিজ্ঞাপন

নিহতদের পরিবারগুলো দাবি করছে যে, গত ৮-৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহত সবাইকে শহীদ ঘোষণা করা এবং শেষকৃত্যের সময় রাষ্ট্রীয় সম্মান প্রদান করতে হবে। সেইসঙ্গে নিহতদের পরিবারগুলোর জন্য কেবল তাৎক্ষণিক আর্থিক সহায়তাই নয়, সচিব পর্যায়ের সমপরিমাণ পেনশনের অধিকারও চাইছেন তারা।

প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব গ্রহণের পর নিহতের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন। তবে, পরিবারগুলো বলছে নিহতদের আত্মত্যাগকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আরো ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত