ভারতীয় বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি কানাডীয়দের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৯: ০৭
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২০: ৫২
ছবি: সংগৃহীত

কানাডায় ক্রমবর্ধমান হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন প্রদেশের শীর্ষ নেতারা ফেডারেল সরকারকে ভারতীয় বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অন্টারিও প্রদেশের ব্রাম্পটনের ব্যবসায়ী হারজিৎ সিং ধাড্ডা ১৪ মে নিজের অফিসের পার্কিং লটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হত্যাকাণ্ডের কিছুক্ষণ পর ফেসবুকে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য দায় স্বীকার করে। বিষ্ণোই গ্যাংয়ের প্রধান বর্তমানে ভারতের গুজরাট রাজ্যের সাবরমতী সেন্ট্রাল জেলে বন্দী হলেও কানাডায় তাদের কার্যক্রম উদ্বেগজনকভাবে বাড়ছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি, আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথসহ বিভিন্ন রাজ্যের নেতারা বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, এতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারবে এবং অপরাধের বিরুদ্ধে কড়া হাতে মোকাবিলা সম্ভব হবে।

আলবার্টার জননিরাপত্তা মন্ত্রী মাইক এলিস জানিয়েছেন, গ্যাংটি ধর্ষণ ও পরিকল্পিত সহিংসতায় জড়িত থাকার মতো বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি বলেন, গ্যাংটি বিশেষ করে দক্ষিণ এশীয় সম্প্রদায়কে টার্গেট করছে। ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন ও ব্রিটিশ কলম্বিয়ার আইনপ্রণেতা জোডি টুরও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পক্ষে মত দিয়েছেন।

ফেডারেল সরকারের অপরাধ প্রতিমন্ত্রী রুবি সাহোতা জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তাই তাদের অগ্রাধিকার। যেকোনো গোষ্ঠী যদি সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকে, তাহলে প্রমাণভিত্তিক পদ্ধতিতে দ্রুত তালিকাভুক্ত করা উচিত।

কানাডার কর্মকর্তারা বলছেন, বিষ্ণোই গ্যাং সাধারণ অপরাধী সংগঠন নয়। ভারতের নরেন্দ্র মোদি সরকারের সময়কাল থেকে অভিযোগ উঠেছে, তারা শিখ বিচ্ছিন্নতাবাদীদের হয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ২০২৩ সালের জুনে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিঝজারের হত্যাকাণ্ডের পর থেকে গ্যাংটি কানাডা-ভারত দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা মোদি সরকারের বিরোধী কানাডিয়ানদের তথ্য সংগ্রহ করে গ্যাংয়ের মাধ্যমে সহিংসতা ঘটাচ্ছেন। তবে ভারত এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

হারজিৎ সিং ধাড্ডা দীর্ঘ সময় ধরে কানাডায় সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের শেষদিকে তাকে চাঁদাবাজির হুমকি দেয়া হয়, যা তিনি প্রত্যাখ্যান করেন। ১৪ মে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে, তবে পরিবার মনে করছে এটি বড় কোনো ষড়যন্ত্রের অংশ।

গত কয়েক মাসে ব্রিটিশ কলম্বিয়ার সারে ও ব্রাম্পটনে আরও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যা স্থানীয় দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত