আমার দেশ অনলাইন
বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের সময় পাক-ইরান সীমান্ত থেকে ২০ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও সীমান্তরক্ষী বাহিনী (এফসি)। বুধবার বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান সংলগ্ন মাশকেল এলাকায় যৌথ অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়। খবর পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের।
এফআইএ মুখপাত্র জানায়, তাফতানে এফআইএ-এর মানব পাচার বিরোধী সার্কেল এবং এফসি কর্মীদের যৌথ অভিযানের সময় এই আটক করা হয়েছে। এই ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন।
মুখপাত্র নিশ্চিত করেছেন যে আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক যারা ভিজিট ভিসায় পাকিস্তানে প্রবেশ করেছিলেন এবং ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন।
সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন বাবুল হুসেন, মিয়াঁ আরিফ, শোপান, আবদুল্লাহ, মুহাম্মদ কাবুল, মেহেদী হাসান, আল-আমিন, সাগার হুসেন, নাজাম-উল-হুসেন, হাবিবুর রহমান, আনার-উল-হক, রাজুব আলী, সজুব আলী, আসাদ, রুবেল মিয়াঁ, আরাফাত আলী, আয়মান আকুন্দা এবং শাব্বির আলী।
এদিকে পাকিস্তানের সামা টিভিআটকের সংখ্যা ৩৩ জন দাবি করেছে। এফআইএ প্রাথমিক তদন্তে ধারণা করছে, এই দলটি একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে।
আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও পরে তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন।
সীমান্ত এলাকার এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেননি।
বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের সময় পাক-ইরান সীমান্ত থেকে ২০ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও সীমান্তরক্ষী বাহিনী (এফসি)। বুধবার বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান সংলগ্ন মাশকেল এলাকায় যৌথ অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়। খবর পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের।
এফআইএ মুখপাত্র জানায়, তাফতানে এফআইএ-এর মানব পাচার বিরোধী সার্কেল এবং এফসি কর্মীদের যৌথ অভিযানের সময় এই আটক করা হয়েছে। এই ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন।
মুখপাত্র নিশ্চিত করেছেন যে আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক যারা ভিজিট ভিসায় পাকিস্তানে প্রবেশ করেছিলেন এবং ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন।
সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন বাবুল হুসেন, মিয়াঁ আরিফ, শোপান, আবদুল্লাহ, মুহাম্মদ কাবুল, মেহেদী হাসান, আল-আমিন, সাগার হুসেন, নাজাম-উল-হুসেন, হাবিবুর রহমান, আনার-উল-হক, রাজুব আলী, সজুব আলী, আসাদ, রুবেল মিয়াঁ, আরাফাত আলী, আয়মান আকুন্দা এবং শাব্বির আলী।
এদিকে পাকিস্তানের সামা টিভিআটকের সংখ্যা ৩৩ জন দাবি করেছে। এফআইএ প্রাথমিক তদন্তে ধারণা করছে, এই দলটি একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে।
আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও পরে তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন।
সীমান্ত এলাকার এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেননি।
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
২ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
২ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
২ ঘণ্টা আগে