আমার দেশ অনলাইন
ইরান-ইসরাইলের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আলোচিত ইস্যু ছিল আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানির ‘মৃত্যু’র খবর। তবে শনিবার নিজের ‘মৃত্যু’র গুঞ্জন উড়িয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবি’র এক সাক্ষাৎকারে হাজির হয়েছেন তিনি।
হামলার পর জনসমক্ষে প্রথমবারের মতো উপস্থিত হয়ে ওই সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরাইলকে ভয় পান না তিনি। কীভাবে ইসরাইলি হামলার পরে তিনি বেঁচে গেলেন তার ব্যাখ্যাও দিয়েছেন।
গত ১৩ জুন দখলদার ইসরাইল দাবি করে তাদের হামলায় শামখানি নিহত হয়েছেন। ইরানও প্রাথমিকভাবে তা নিশ্চিত করে। ইরানের রাজধানী তেহরানে বিমান হামলায় শামখানির ব্যক্তিগত বাসভবন বিধ্বস্ত করে ইসরাইল। হামলার পর প্রাথমিকভাবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় তিনি জীবিত আছেন। গত সপ্তাহে শামখানি নিজেই তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ‘বেঁচে থাকা আমার ভাগ্য।’
শনিবার ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবিতে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় তিনি বলেন, ১৩ জুন ভোরে যখন ইসরাইলের হামলা শুরু হয়, তখন আমি ঘুম থেকে ওঠেছি। নামাজ পড়ছিলাম। আচমকাই আমার গোটা বাড়ি ভেঙে পড়ে।
শামখানি জানান, কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি। তবে যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছি। তিন ঘণ্টা ওই অবস্থায় ছিলাম। শুরু হয় শ্বাসকষ্ট।
শামখানি বলেন, ধ্বংসস্তূপের তলা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু লাভ হয়নি। অনেকক্ষণ পর উদ্ধারকারী দলকে দেখতে পাই। তাদের উদ্দেশে চিৎকার করে বলেছিলাম ‘আমি এখানে আছি!’ আমার চিৎকার শুনে উদ্ধারকারী দল এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ইরান-ইসরাইলের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আলোচিত ইস্যু ছিল আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানির ‘মৃত্যু’র খবর। তবে শনিবার নিজের ‘মৃত্যু’র গুঞ্জন উড়িয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবি’র এক সাক্ষাৎকারে হাজির হয়েছেন তিনি।
হামলার পর জনসমক্ষে প্রথমবারের মতো উপস্থিত হয়ে ওই সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরাইলকে ভয় পান না তিনি। কীভাবে ইসরাইলি হামলার পরে তিনি বেঁচে গেলেন তার ব্যাখ্যাও দিয়েছেন।
গত ১৩ জুন দখলদার ইসরাইল দাবি করে তাদের হামলায় শামখানি নিহত হয়েছেন। ইরানও প্রাথমিকভাবে তা নিশ্চিত করে। ইরানের রাজধানী তেহরানে বিমান হামলায় শামখানির ব্যক্তিগত বাসভবন বিধ্বস্ত করে ইসরাইল। হামলার পর প্রাথমিকভাবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় তিনি জীবিত আছেন। গত সপ্তাহে শামখানি নিজেই তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ‘বেঁচে থাকা আমার ভাগ্য।’
শনিবার ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবিতে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় তিনি বলেন, ১৩ জুন ভোরে যখন ইসরাইলের হামলা শুরু হয়, তখন আমি ঘুম থেকে ওঠেছি। নামাজ পড়ছিলাম। আচমকাই আমার গোটা বাড়ি ভেঙে পড়ে।
শামখানি জানান, কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি। তবে যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছি। তিন ঘণ্টা ওই অবস্থায় ছিলাম। শুরু হয় শ্বাসকষ্ট।
শামখানি বলেন, ধ্বংসস্তূপের তলা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু লাভ হয়নি। অনেকক্ষণ পর উদ্ধারকারী দলকে দেখতে পাই। তাদের উদ্দেশে চিৎকার করে বলেছিলাম ‘আমি এখানে আছি!’ আমার চিৎকার শুনে উদ্ধারকারী দল এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৯ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে