ইসরাইলের কাছে ৬.৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০০

একদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা করছে আমেরিকা, অন্যদিকে ইসরাইলের কাছে আরো ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে দেশটি। আর এই অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদনও চাওয়া হয়েছে। নতুন এ তালিকার মধ্যে নিয়মিত অস্ত্র ও সরঞ্জাম ছাড়াও রয়েছে হামলায় ব্যবহারের উপযোগী আক্রমণাত্মক হেলিকপ্টার ও ট্যাংক।

শুক্রবার ট্রাম্প প্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন এই অস্ত্র প্যাকেজে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটার্ক হেলিকপ্টার এবং তিন হাজার ২৫০টি পদাতিক ইনফ্রান্ট্রি অ্যাস্টল ভেহিকল বা ট্যাংক রয়েছে, যার মূল্য এক দশমিক ৯ বিলিয়ন ডলার। একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সাঁজোয়া কর্মী বাহক এবং বিদ্যুৎ সরবরাহের জন্য আরো ৭৫০ মিলিয়ন ডলার মূল্যের সহায়ক যন্ত্রাংশ বিক্রির প্রক্রিয়া চলছে।

অস্ত্র বিক্রির প্রস্তাবিত এই পরিকল্পনাটি এমন একটি সময়ে এসেছে যখন আগামী সপ্তাহে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের জন্য নিউইয়র্কে বিশ্বনেতাদের জড়ো হওয়ার কথা রয়েছে। যেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা নিয়ে একটি উচ্চস্তরের বৈঠকও করবে। শুধু তা-ই নয়, বেশ কয়েকটি পশ্চিমা বিশ্ব আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনীর প্রতি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের এই পূর্ণ সমর্থন ডেমোক্র্যাটদের মধ্যে গাজা নিয়ে উদ্বিগ্নতাকে আরো বাড়িয়ে দিয়েছে।

এদিকে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার গাজা সিটিতে সামরিক অভিযান আরো জোরালো করা হয়েছে এবং হামাসের অবকাঠামোগুলোতে বোমা হামলা চালানো হয়েছে। এ অবস্থায় গাজায় নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন অঞ্চলে সরে যাচ্ছে ফিলিস্তিনিরা।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত