ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তিচুক্তি এখন শেষ ধাপে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী দূত কিথ কেলগ। তার মতে, চুক্তি চূড়ান্ত করতে প্রধানত দুইটি ইস্যু—দোনবাসের ভবিষ্যৎ এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ—সমাধান করা জরুরি।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে। এর আগে দোনবাসের ডোনেৎস্ক ও লুহানস্কে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের দীর্ঘ আট বছরের সংঘাত চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে এই যুদ্ধ, যা রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
রিগ্যান ন্যাশনাল ডিফেন্স ফোরামে কেলগ বলেন, আলোচনার পথ এখন “শেষ ১০ মিটারে”, যা তিনি সবচেয়ে কঠিন ধাপ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, দোনবাস ও জাপোরিঝঝিয়া সংক্রান্ত সমঝোতাই মূল বাধা; এগুলো সমাধান হলে বাকি আলোচনাও সহজেই অগ্রসর হবে।
ভিয়েতনাম, পানামা ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থাকা এই সাবেক মার্কিন লেফটেন্যান্ট জেনারেল জানান, যুদ্ধের আকার ও হতাহতের সংখ্যা অভূতপূর্ব। তার হিসাব অনুযায়ী, দুই পক্ষ মিলিয়ে ২০ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে—যদিও কোনও পক্ষই নির্ভরযোগ্য সংখ্যা প্রকাশ করেনি। রাশিয়া পশ্চিমা হিসাবকে অতিরঞ্জিত বলে দাবি করে, আর ইউক্রেনের অভিযোগ—রাশিয়া ইউক্রেনের ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়িয়ে প্রকাশ করে।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ১৯.২ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে, যার মধ্যে ক্রিমিয়া (২০১৪ সালে দখল), সমগ্র লুহানস্ক, ডোনেৎস্কের বড় অংশ, খেরসন ও জাপোরিঝঝিয়ার বিস্তীর্ণ অঞ্চলসহ আরও কয়েকটি এলাকায় অবস্থান বজায় রেখেছে।
সম্প্রতি ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের ২৮ দফা শান্তি প্রস্তাব ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের উদ্বিগ্ন করেছে। এতে ন্যাটো, ইউক্রেনের সামরিক সক্ষমতা সীমিত করা এবং রাশিয়ার দখলকৃত এলাকা স্বীকৃতির ইঙ্গিত রয়েছে বলে তারা মনে করেন। রাশিয়া বলছে, নতুন করে কাজ করা খসড়াটি ২৭টি পয়েন্টে চারটি ভাগে সাজানো হয়েছে—তবে বিস্তারিত দেওয়া হয়নি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানান, তিনি মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। ক্রেমলিনও শুক্রবার বলেছে, সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া প্রণয়নে কুশনারই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।
সূত্র: রয়টার্স
এসআর

