বাকী জিম্মিদের লাশ ফেরত দিতে বিলম্বের কারণ জানাল হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২: ৫৮
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, ইসরাইলের অবশিষ্ট জিম্মিদের লাশ হস্তান্তরের জন্য কাজ চলছে, তবে এই প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘অবশিষ্ট লাশ উদ্ধারে সময় লাগতে পারে, কারণ কোনো কোনো জিম্মি ইসরাইলের হামলায় ধ্বংস হওয়া সুড়ঙ্গে চাপা পড়েছে, আবার কেউ কেউ ভবনের ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে।’

বিজ্ঞাপন

তারা বলছে, ‘যে দখলদার বাহিনী জিম্মিদের হত্যা করেছে, ধ্বংসস্তূপের নীচে তাদের কবর দেয়ার জন্য সেই বাহিনীই দায়ী।’ যতগুলো লাশ পেয়েছে, সবগুলো এরইমধ্যে হস্তান্তর করা হয়েছে বলে জানায় হামাস।

গ্রুপটি জোর দিয়ে বলেছে, ধ্বংসাবশেষ তোলার জন্য তাদের ভারী সরঞ্জাম এবং ডিভাইসের প্রয়োজন। কিন্তু পণ্য সরবরাহে দখলদার ইসরাইলের বাধার কারণে সরঞ্জাম পাচ্ছে না তারা।

জিম্মিদের লাশ হস্তান্তরে বিলম্বের জন্য ইসরাইল সরকারকে দায়ী করেছে হামাস।

গাজায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায় ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

চুক্তির আওতায়, হামাস ২০ জন ইসরাইলের ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সেইসঙ্গে ২৮ জনের মধ্যে ১০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে।

বিনিময়ে ইসরাইল যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ২৫০ জন ফিলিস্তিনি এবং এক হাজার ৭১৮ জন বন্দিকে মুক্তি দিয়েছে। ইসরাইলে এখনো ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত