আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি ভেঙে রাফায় ইসরাইলি বিমান হামলা

আমার দেশ অনলাইন
যুদ্ধবিরতি ভেঙে রাফায় ইসরাইলি বিমান হামলা
ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে রোববার ইসরাইল বিমান হামলা চালিয়েছে, যা সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল-সমর্থিত মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাবের বাহিনীকে রক্ষা করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। গত দুই বছরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ইয়াসের আবু শাবাবের দল মানবিক সহায়তা লুট ও হামাস যোদ্ধাদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত।

বিজ্ঞাপন

এদিকে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৪ জানিয়েছে, রাফা এলাকায় একটি ইসরাইলি সামরিক গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমে ওই অঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষের খবরও প্রকাশিত হয়েছে।

রাফা বর্তমানে তথাকথিত “ইয়েলো লাইন”-এর বাইরে অবস্থিত—গাজার অভ্যন্তরে একটি সীমান্ত রেখা, যার ভেতরে ইসরাইলি সেনারা অবস্থান করছে।

১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী অন্তত ৫০ বার তা লঙ্ঘন করেছে বলে জানা গেছে। এসব ঘটনায় আর্টিলারি শেলিং, ড্রোন হামলা, ট্যাঙ্ক গোলাবর্ষণ ও কোয়াডকপ্টার আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে, যাতে এখন পর্যন্ত ৩৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন